গত দেড় মাস ধরে বিশ্বকাপ ক্রিকেটে ধারাভাষ্য দেওয়ার পাশাপাশি মন দিয়ে প্রায় সব খেলাই দেখেছেন তিনি। তার নিরিখেই নিজের পছন্দের একটা বিশ্ব একাদশ বাছলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। যে দলে তিনি রেখেছেন পাঁচ ভারতীয় ক্রিকেটারকে। দলের অধিনায়ক নিউজ়িল্যান্ডের কেন উইলিয়ামসন। কিন্তু সচিনের এই দলে জায়গা হয়নি মহেন্দ্র সিংহ ধোনির!
এ বারের বিশ্বকাপে ধোনির ব্যাটিং নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন সচিন। গ্রুপ লিগে মন্থর ব্যাটিং নিয়ে সচিন মন্তব্য করেছিলেন, ধোনিকে আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে। সচিনের দলে যে পাঁচ ভারতীয় ক্রিকেটার জায়গা পেয়েছেন, তাঁরা হলেন— রোহিত শর্মা, বিরাট কোহালি, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা ও যশপ্রীত বুমরা। সচিনের এই দলে ওপেনার রোহিত শর্মা ও জনি বেয়ারস্টো। তিন নম্বরে ব্যাট করবেন অধিনায়ক কেন উইলিয়ামসন, চার নম্বরে বিরাট কোহালি। এর পরে তিনি পর্যায়ক্রমে রেখেছেন চার অলরাউন্ডারকে। শাকিব আল হাসান, বেন স্টোকস, হার্দিক পাণ্ড্য ও রবীন্দ্র জাডেজা। সচিনের বোলিং বিভাগে জায়গা পেয়েছেন তিন পেসার। তাঁরা হলেন, মিচেল স্টার্ক, জোফ্রা আর্চার, ও যশপ্রীত বুমরা। এর আগে বিশ্বকাপ শেষ হতেই আইসিসি যে বিশ্ব একাদশ প্রকাশ করেছিল, সে দলে জায়গা পেয়েছিলেন দুই ভারতীয়। রোহিত শর্মা ও যশপ্রীত বুমরা।
সচিন অবশ্য শুধু বিশ্বকাপের সেরা একাদশ বেছেই থেমে যাননি। ম্যাচ এবং সুপার ওভার টাই হয়ে গেলে কী করা উচিত, তা নিয়েও পরামর্শ দিয়েছেন আইসিসিকে। বিশ্বকাপ ফাইনালে সব চেয়ে বেশি বাউন্ডারি মারার ভিত্তিতে ইংল্যান্ডের চ্যাম্পিয়ন হওয়ার নিয়ম মনঃপূত হয়নি সচিনের। তিনি বলেছেন, সুপার ওভারে ইংল্যান্ড বনাম নিউজ়িল্যান্ডের ফাইনাল ‘টাই’ হওয়ার পরে আরও একটা সুপার ওভারের সাহায্য নেওয়া যেত।