ভারতের সেমিফাইনাল হারের জন্য এ বার সরাসরি মহেন্দ্র সিংহ ধোনিকেই দায়ী করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা যুবরাজ সিংহের বাবা যোগরাজ সিংহ। বিশ্বকাপের সেমিফাইনালে ভারত, নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হেরে যায়। যোগরাজ মনে করেন, ম্যাচে ধোনির আরও দায়িত্ব নেওয়া উচিত ছিল। তাঁর মতে, ধোনি যে ভাবে প্রথমে হার্দিক পাণ্ড্য এবং পরে রবীন্দ্র জাডেজাকে বড় শট নেওয়ার দিকে ঠেলে দেন তা অনুচিত। বরং সেখানে ভারতের প্রাক্তন অধিনায়কের এগিয়ে যাওয়া উচিত ছিল শট নেওয়ার ক্ষেত্রে। তাঁর রণনীতিতে ভুল ছিল বলে মনে করেন ভারতের প্রাক্তন এই পেসার।
যোগরাজ বলেন, “ধোনি, তুমি অনেক দিন ধরে ক্রিকেট খেলছ। অথচ ৭৭ রানে দাঁড়িয়ে থাকা জাডেজাকে তুমি বলছ বড় শট নিতে! তাঁর আগে হার্দিককে বলছ স্পিনারদের মারতে। কিন্তু তুমি নিজে যখন হাফ ভলি পাচ্ছ, তখন কী হচ্ছে? তোমার কি কোনও জ্ঞান নেই কোন সময় কী করতে হবে? যুবরাজ কি কখনও তোমার মতো অন্য খেলোয়াড়কে শট নিতে বলত?”