Advertisement
E-Paper

বড় লিডের একটা কুশন পেলে কুকদের ছিঁড়ে ফেলবে অশ্বিন

দ্বিতীয় দিনের শেষে ম্যাচটা বেশ কৌতূহলের জায়গায় আছে। যদিও উঁচু মানের ভারতীয় ব্যাটিং ম্যাচের চূড়ান্ত ভাগ্য গড়ে তোলার ব্যাপারে অনেক দূর যাবে। শুক্রবার দিনের শেষ পর্যন্ত বিজয় আর পূজারা ভারসাম্য আর জমাট ভাব, দু’টোই রেখে ব্যাট করেছে।

সৌরভ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৬ ০৪:০৮

দ্বিতীয় দিনের শেষে ম্যাচটা বেশ কৌতূহলের জায়গায় আছে। যদিও উঁচু মানের ভারতীয় ব্যাটিং ম্যাচের চূড়ান্ত ভাগ্য গড়ে তোলার ব্যাপারে অনেক দূর যাবে। শুক্রবার দিনের শেষ পর্যন্ত বিজয় আর পূজারা ভারসাম্য আর জমাট ভাব, দু’টোই রেখে ব্যাট করেছে। এবং ভারত অধিনায়কের ক্রিজে আসা এখনও যেহেতু বাকি, তাই তৃতীয় দিন হয়তো সত্যিই ঠিক করে দেবে ম্যাচটা কোন দিকে ঝুঁকবে।

মুম্বইয়ের পিচে ইংল্যান্ড বেশ ভাল রান তুলেছে। এমন পিচে যেখানে বল পড়ে ঘুরছে, বাউন্স রয়েছে আর স্পিনাররা যথেষ্ট সাহায্য পাচ্ছে। তবে ভারতীয়রা স্পিন খেলার ব্যাপারে প্রচুর এগিয়ে। ভারতের ব্যাটিংয়ের উপর ইংরেজ বোলিংকে সত্যিকারের দাগ ফেলতে আরও অনেক আঁটসাঁট হতে হবে। অসংখ্য খারাপ ডেলিভারি ভারতীয়দের উপর থেকে চাপ সরিয়ে দিচ্ছে। সিরিজের শুরুতে মইন আলি যে আত্মবিশ্বাসের অভাবে ভুগছে, এই ম্যাচে ওর বোলিংয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে।

ভারতের মাত্র এক উইকেট হারানোটা বেশ ভাল। শনিবার ওদের দরকার প্রথম সেশনটা সতর্ক থেকে ব্যাট করা। তাড়াতাড়ি গোটাকয়েক উইকেট পড়া মানে ইংল্যান্ডের আবার লেজ ঝাপ্টানো শুরু। ভারত একটা বড় স্কোর খাড়া করে ভাল লিড নিলে চতুর্থ দিনের উইকেটে কুক অ্যান্ড কোম্পানির ব্যাট করাটা মোটেই সহজ হবে না। অশ্বিন আবার দুর্দান্ত করল। এর পর ও ভাল লিডের কুশন পেলে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ব্যাটিংকে অশ্বিন ছিঁড়ে ফেলবে। তখন জয়ন্ত যাদব আর জাডেজাও ভাল সহকারী হতে পারে অশ্বিনের।

এই ম্যাচে ইংল্যান্ডের প্রাপ্তি জেনিংস। হামিদও এই সিরিজে যা খেলেছে, তাতে সম্ভাবনা দেখিয়েছে। ও সুস্থ হয়ে উঠলে কুক-জেনিংসকে ওপেনিং জুটি খেলিয়ে হামিদকে তিনে ব্যবহার করা যায়। চারে রুট। তা হলে ওদের ভাল টপ অর্ডার দাঁড়াবে। জেনিংসের মধ্যে ভাল ওপেনার হয়ে ওঠার সঠিক মানসিকতা দেখলাম। মাঠের সর্বত্র শট খেলেছে। স্পিনারদের বিরুদ্ধে পা ভাল ব্যবহার করেছে। দেখে মনে হয়েছে অনেকক্ষণ ক্রিজে টিকে থাকতে পারে। টেস্ট অভিষেক হওয়ার আগেই জেনিংসের ব্যাটিং রেকর্ড খুব ভাল। সেই ভাল ফর্ম আন্তর্জাতিক পর্যায়েও দেখাতে পারা ওর আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে।

ভাবলে অবাক লাগে, কত তরুণ ব্যাটসম্যান ভারতে নিজেদের আন্তর্জাতিক জীবন ভাল ভাবে শুরু করেছে। আর স্পিনের বিরুদ্ধে সেঞ্চুরি পেতেই ওদের কেরিয়ার আমূল পাল্টে গিয়েছে। এরা পেস বোলিং খেলে বড় হয়েছে। এর সঙ্গে স্পিনের বিরুদ্ধে সেঞ্চুরি ওদের মধ্যে বিশ্বাস তৈরি করে দিয়েছে যে, ওরা সব কন্ডিশনের জন্য ভাল ব্যাটসম্যান।

জেনিংসের সাফল্য আরও একটা বিশ্বাসকে পোক্ত করছে— কেউ যদি ঘরোয়া ক্রিকেটে খুব ভাল করে, তাকে আরও গভীর জলে ফেলে দাও। কোয়ালিটি প্লেয়ার তুলে আনার এটাই রাস্তা। (গেমপ্ল্যান)

ইংল্যান্ড প্রথম ইনিংস (আগের দিন ২৮৮-৫): স্টোকস ক কোহালি বো অশ্বিন ৩১, বাটলার বো জাডেজা ৭৬, ওকস ক পার্থিব বো জাডেজা ১১, রশিদ বো জাডেজা ৪, বল ক পার্থিব বো অশ্বিন ৩১, অ্যান্ডারসন ন.আ. ০, অতিরিক্ত ৪, মোট ৪০০। পতন: ৯৯, ১৩৬, ২৩০, ২৩০, ২৪৯, ২৯৭, ৩২০, ৩৩৪, ৩৮৮। বোলিং: ভুবনেশ্বর ১৩-০-৪৯-০, উমেশ ১১-২-৩৮-০, অশ্বিন ৪৪-৪-১১২-৬, জয়ন্ত ২৫-৩-৮৯-০, জাডেজা ৩৭.১-৫-১০৯-৪।

ভারত প্রথম ইনিংস: লোকেশ বো মইন ২৪, বিজয় ন.আ. ৭০, পূজারা ন.আ. ৪৭, অতিরিক্ত ৫, মোট ১৪৬-১। পতন: ৩৯। বোলিং: অ্যান্ডারসন ৮-৪-২২-০, ওকস ৫-২-১৫-০, মইন ১৫-২-৪৪-১, রশিদ ১৩-১-৪৯-০, বল ৪-২-৪-০, স্টোকস ৪-২-৪-০, রুট ৩-১-৩-০।

India vs England Ravichandran Ashwin
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy