Advertisement
০৩ মে ২০২৪
Wimbledon 2023

উইম্বলডনের তৃতীয় রাউন্ডে শীর্ষ বাছাই শিয়নটেক, দ্বিতীয় রাউন্ডে মেদভেদেভ

উইম্বলডনের সিঙ্গলসে প্রত্যাশা মতোই এগোচ্ছেন বাছাই তারকারা। তবে বুধবার ঘটল অঘটন। মহিলাদের অষ্টম বাছাই বিদায় নিলেন প্রথম রাউন্ডেই।

picture of Iga Swiatek

ইগা শিয়নটেক। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৩ ২২:১৯
Share: Save:

উইম্বলডনের তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন মহিলাদের শীর্ষ বাছাই ইগা শিয়নটেক। পোল্যান্ডের তারকা সহজেই টপকালেন দ্বিতীয় রাউন্ডের বাধা। দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন পুরুষদের প্রাক্তন এক নম্বর দানিল মেদভেদেভ।

স্পেনের অবাছাই খেলোয়াড় সারা তোরমোকে সরাসরি সেটে হারিয়ে দিলেন শিয়নটেক। তাঁর পক্ষে ম্যাচের ফল ৬-২, ৬-০। ম্যাচের ফল থেকেই পরিষ্কার শীর্ষ বাছাইয়ের সামনে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি তিনি। প্রথম সেটে দু’টি সার্ভিস গেম ধরে রাখতে পারলেও, দ্বিতীয় সেটে কার্যত শিয়নটেকের সামনে আত্মসমর্পণ করেন তিনি। ১ ঘণ্টা ১০ মিনিটের লড়াইয়ে কোনও সময়ই মনে হয়নি তোরমো সমস্যায় ফেলতে পারেন বিশ্বের এক নম্বর মহিলা টেনিস খেলোয়াড়কে।

উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন পুরুষদের তৃতীয় বাছাই রাশিয়ার মেদভেদেভ। তিনি অবশ্য শিয়নটেকের মতো সহজ জয় পেলেন না। সরাসরি সেটে তিনি হারিয়েছেন ব্রিটেনের অবাছাই খেলোয়াড় আর্থার ফেরিকে। মেদভেদেভের পক্ষে ম্যাচের ফল ৭-৫, ৬-৪, ৬-৩। প্রথম রাউন্ডের বাধা টপকাতে ২ ঘণ্টা ৪ মিনিট লড়াই করতে হল তাঁকে। প্রথম সেটে নিজের তৃতীয় সার্ভিস গেম হারেন মেদভেদেভ। ফলে আগের গেমে প্রতিপক্ষের সার্ভিস ব্রেক করার সুবিধা ধরে রাখতে পারেননি। শেষ পর্যন্ত ১১ নম্বর সেটে আবার ফেরির সার্ভিস ব্রেক করেন তিনি। দ্বিতীয় সেটেও নিজের একটি সার্ভিস গেম হারেন বিশ্বের প্রাক্তন এক নম্বর। যদিও সেট জিততে সমস্যা হয়নি তাঁর। তৃতীয় সেটেই এক মাত্র চেনা মেজাজে দেখা গেল মেদভেদেভকে।

প্রথম রাউন্ডে জয় পেয়েছেন ১০ নম্বর বাছাই আমেরিকার ফ্রান্সিস টিয়াফো। তিনি ৭-৬, ৬-৩, ৬-৪ ব্যবধানে হারিয়েছেন চিনের ইউ ইবিংকে। প্রথম রাউন্ডেই বিদায় নিলেন মহিলাদের অষ্টম বাছাই গ্রিসের মারিয়া সাক্কারি। তিনি ইউক্রেনের অবাছাই খেলোয়াড় মার্তা কস্তুকের কাছে হারলেন ৬-০, ৫-৭, ২-৬ ব্যবধানে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Wimbledon 2023 Iga Swiatek Daniil Medvedev
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE