Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Cricket

বুধবার দলের সঙ্গে যোগ দিচ্ছেন রোহিত, সিডনি টেস্ট মেলবোর্নে হওয়ার দিকেই পাল্লা ভারী

ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবং ক্রিকেট অস্ট্রেলিয়া এই পদক্ষেপ নেওয়ায় আরও একটা বিষয় তাৎপর্যপূর্ণ।

—ফাইল চিত্র

—ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
সিডনি শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২০ ০০:৫০
Share: Save:

অবশেষে কোয়রানটিন থেকে মুক্তি পাচ্ছেন রোহিত শর্মা। বুধবার তিনি সিডনি থেকে মেলবোর্নে দলের সঙ্গে যোগ দেবেন।

ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবং ক্রিকেট অস্ট্রেলিয়া এই পদক্ষেপ নেওয়ায় আরও একটা বিষয় তাৎপর্যপূর্ণ। সেটা হল তৃতীয় টেস্ট সিডনিতে হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় সম্ভবত সেই টেস্ট মেলবোর্নে হবে। তৃতীয় টেস্ট সিডনিতে হলে রোহিত হয়ত মেলবোর্নে উড়ে গিয়ে দলের সঙ্গে যোগ দিতেন না।

ক্রিকেট অস্ট্রেলিয়ার একটি সূত্র জানিয়েছে, ‘‘তৃতীয় টেস্ট সিডনির বদলে মেলবোর্নে হবে, এই সিদ্ধান্ত প্রায় পাকা। সেই জন্যই রোহিত মেলবোর্নে দলের সঙ্গে যোগ দেবে।’’

আরও পড়ুন: ফের বোলারদের দাপট, ৬ উইকেট হারিয়ে ২ রানের লিড নিল অজিরা

ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন সিইও নিক হকলে গত সপ্তাহেই বলেছিলেন, ‘‘সবার শারীরিক অবস্থার দিকে খেয়াল রাখাটাই আমাদের প্রধান উদ্দেশ্য। সেক্ষেত্রে করোনার জন্য যদি সিডনিতে টেস্ট ম্যাচ না করা যায়, সেই টেস্ট মেলবোর্নে হবে। নিউ সাউথ ওয়েলস সরকার যদি সিডনিতে ম্যাচ করার অনুমতি না দেয, আমরা ভিক্টোরিয়ান সরকারের সঙ্গে কথা বলে রেখেছি। বক্সিং ডে টেস্ট চলাকালীনই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’’

আরও পড়ুন: ডুপ্লেসির ১৯৯, রানের পাহাড়ে দক্ষিণ আফ্রিকা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Rohit Sharma quarentine
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE