Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

১৮ অক্টোবর ২০২১ ই-পেপার

মাঠের বাইরে থেকে ঝড় তুলে দিলেন শেন ওয়ার্ন। সরাসরি না বললেও টি নটরাজনের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ তুললেন এই কিংবদন্তি ক্রিকেটার। অবশ্য সঙ্গে সঙ্গে ট্রোলড হলেন তিনি।

হঠাৎ নটরাজনের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ তুলে ট্রোলড ওয়ার্ন

নিজস্ব সংবাদদাতা
কলকাতা ১৮ জানুয়ারি ২০২১ ১৮:১২
নটরাজনের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ তুলে ট্রোলড ওয়ার্ন

নটরাজনের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ তুলে ট্রোলড ওয়ার্ন

মাঠের বাইরে থেকে ঝড় তুলে দিলেন শেন ওয়ার্ন। সরাসরি না বললেও টি নটরাজনের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ তুললেন এই কিংবদন্তি ক্রিকেটার। অবশ্য সঙ্গে সঙ্গে ট্রোলড হলেন তিনি।

ব্রিসবেন টেস্টে ভারতের বাঁহাতি পেসার নটরাজনের একাধিক নো বল করা নিয়ে হঠাৎই সন্দেহ প্রকাশ করেন ওয়ার্ন। নটারজনের বিরুদ্ধে সরাসরি স্পট ফিক্সিংএর অভিযোগ আনেননি। তবে তিনি ধারাভাষ্য দেওয়ার সময় তিনি বলেন, “নটরাজন বোলিং করার সময় একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। ও এই টেস্টে ৭টা নো বল করল। সব নো বলের ক্ষেত্রে ওভার স্টেপিংটা বড্ড বেশি চোখে পড়ছে।’’ এরপরেই বলেন, “৬টার মধ্যে ৫টা নো বল সেই ওভারের প্রথম বলে! সব বলের ক্ষেত্রে ওর ডান পা পপিং ক্রিজের অনেক বাইরে! আমিও কেরিয়ারে অনেক নো বল করেছি। কিন্তু প্রতি ওভারের প্রথম বলে নো বল! তাও আবার ৫টা! ব্যাপারটা ইন্টারেস্টিং!”

এই মন্তব্যের পরেই ওয়ার্নের উপর বেজায় চটেছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, “দয়া করে এই নো বলকে মহম্মদ আমির ও আসিফের লর্ডস টেস্ট কাণ্ডের সঙ্গে জড়িয়ে ফেলবেন না।” একজন লিখেছেন, “মার্ক ওয়া ও শেন ওয়ার্ন তো ফিক্সরাদের ব্যাপারে বেশি জানবেনই। ওঁরা তো একটা সময় গড়াপেটায় জড়িয়ে ছিলেন।” এখানেই শেষ নয়। এক নেটিজেন লিখলেন, “শেন ওয়ার্ন নিজেই তো ভুলভাল কাজ করেছে। ও আবার নটরাজনকে নিয়ে কীভাবে প্রশ্ন তোলে?”

মাঠ ও মাঠের বাইরে সবসময় প্রচারে থাকতে ভালবাসেন শেন ওয়ার্ন। শুধু ভাল পারফরম্যান্স নয়, আলটপকা মন্তব্য ও বোহেমিয়ান জীবনযাপনের জন্যেও বারবার খবরের শিরোনামে তাঁর নাম এসেছে। তবে ক্ষান্ত হননি।

Advertisement

আরও পড়ুন

Advertisement