ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে এখনও পর্যন্ত চূড়ান্ত ব্যর্থ স্টিভ স্মিথ। চার ইনিংসে মাত্র আট রান করেছেন। শুধু তাই নয়, দু’বার আউট হয়েছেন রবিচন্দ্রন অশ্বিনের বলে।
এক সময় স্পিনারদের বিরুদ্ধে দাপট দেখানো স্মিথের হঠাৎ এই অবস্থা কেন? অস্ট্রেলীয় ব্যাটসম্যান নিজেই সে কথা ব্যাখ্যা করেছেন। বলেছেন, ‘‘যে ভাবে চেয়েছিলাম সে ভাবে অশ্বিনের বল খেলতে পারিনি। ওকে আরও চাপে ফেলতে চেয়েছিলাম। তার বদলে ওই আমার ওপর আগাগোড়া চাপ রেখে গিয়েছে। জীবনে বোধহয় কোনওদিন কোনও স্পিনারকে আমার বিরুদ্ধে এ ভাবে শাসন করতে দিইনি।’’