ট্রেনিং সেশনে সঠিক পরিকল্পনা এবং তার বাস্তবায়ন। এই মন্ত্রেই অস্ট্রেলিয়ায় সাফল্য পেয়েছেন অজিঙ্ক রাহানে। মন্তব্য তাঁর কোচ প্রবীণ আমরের।
মেলবোর্ন টেস্টে রাহানের ১১২ রানের ইনিংসের তারিফ করেছে গোটা বিশ্ব। কোচ রবি শাস্ত্রী বলেছেন, ওটাই ম্যাচের টার্নিং পয়েন্ট।
অস্ট্রেলিয়া সফরের আগে তিনি রাহানেকে কী বার্তা দিয়েছিলেন? আমরের উত্তর, “আমরা একসঙ্গে অনেকগুলি সফর নিয়ে আলোচনা করি না। প্রত্যেকটা সফর ধরে ধরে আলোচনা করি। সেই নির্দিষ্ট সফরে ও যাতে নিজের সেরাটা দিতে পারে, সেই চেষ্টা করি।”