Advertisement
০৪ মে ২০২৪

পন্থ মনে করালেন মাহিকে, তাঁর টোটকায় অশ্বিন তুলে নিলেন ওয়েডকে

পন্থের অনুমান অক্ষরে অক্ষরে ফলে যায়। ওয়েডের শরীর ঘেঁষে স্টাম্প লক্ষ্য করে বল করেছিলেন অশ্বিন। ক্রিজ ছেড়ে বেরিয়ে ছক্কা মারতে গিয়েছিলেন ওয়েড। বল তাঁর ব্যাটের কানায় লেগে মিড-অনের দিকে উড়ে যায়।

ষঋভ পন্থ মনে করালেন ধোনিকে। ফাইল ছবি

ষঋভ পন্থ মনে করালেন ধোনিকে। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২০ ১৩:৪১
Share: Save:

ঋদ্ধিমান সাহার পরিবর্তে দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়েই শিরোনামে ঋষভ পন্থ। উইকেটের পিছনে দাঁড়িয়ে রবিচন্দ্রন অশ্বিনকে নির্দেশ দিতে দেখা গেল তাঁকে। সেই নির্দেশ মেনে বল করে পরের ডেলিভারিতেই ম্যাথু ওয়েডকে ফেরালেন অশ্বিন। অনেকেরই পন্থকে দেখে মহেন্দ্র সিংহ ধোনির কথা মনে পড়ে গিয়েছে।

তখন ম্যাচের ১৩তম ওভার চলছে। ক্রিজে আস্তে আস্তে জমে গিয়েছেন ম্যাথু ওয়েড। চতুর্থ বলের পরেই অশ্বিনের উদ্দেশে পন্থ চেঁচিয়ে উঠলেন, ‘‘অন্দর হি রাখনা, ইয়ে মারেগা (বল স্টাম্পেই রাখ, ও মারবে)।’’

পন্থের অনুমান অক্ষরে অক্ষরে ফলে যায়। ওয়েডের শরীর ঘেঁষে স্টাম্প লক্ষ্য করে বল করেছিলেন অশ্বিন। ক্রিজ ছেড়ে বেরিয়ে ছক্কা মারতে গিয়েছিলেন ওয়েড। বল তাঁর ব্যাটের কানায় লেগে মিড-অনের দিকে উড়ে যায়।

Translation: Keep it inside(stumps), he will try to hit!
And the next ball Wade hits in the air!
Rishabh Pant 🔥 https://t.co/rXGfRaXu07 pic.twitter.com/Sdm1im19Id

আরও খবর: বক্সিং ডে টেস্টের আগে শততম টেস্ট নিয়ে নস্ট্যালজিক সৌরভ

আরও খবর: দৌড়তে সমস্যা হচ্ছে, ওয়ার্নারকে নিয়ে তৃতীয় টেস্টেও থাকছে অনিশ্চয়তা

রবীন্দ্র জাডেজা বাঁ দিকে ছুটতে ছুটতে দুরন্ত ভঙ্গিমায় ক্যাচ তালুবন্দি করেন। তবে শেষ মুহূর্তে শুভমন গিলের সঙ্গে সংঘর্ষ এড়িয়েছেন তিনি। নইলে মাঠেই বড় দুর্ঘটনা ঘটতে পারত।

সোশ্যাল মিডিয়ায় অনেকেই পন্থের আচরণে মুগ্ধ। বেশিরভাগই ধোনির সঙ্গে তাঁর মিল খুঁজে পেয়েছেন। আবার অনেকেই এখনই বেশিদূর ভাবতে নারাজ। তাঁদের মতে, এখনও ব্যাটিং বাকি রয়েছে পন্থের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE