Advertisement
E-Paper

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে প্রায় নিশ্চিত তরুণ ব্রিগেড

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক পৃথ্বী শ। তাঁর এই সিদ্ধান্তে যে কোনও ভুল ছিল না, তা বল হাতে প্রথম থেকেই বোঝাতে শুরু করেন ভারতীয় যুব দলের বোলারা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৮ ১৩:২৫
পিএনজির বিরু্দ্ধে ভারতের নায়ক অনুকুল সুধাকর রায়। ছবি: আইসিসি।

পিএনজির বিরু্দ্ধে ভারতের নায়ক অনুকুল সুধাকর রায়। ছবি: আইসিসি।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

পাপুয়া নিউ গিনি ৬৪/১০(২১.৫)

ভারত ৬৭/০(৮)

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত রাখল ভারত। অস্ট্রেলিয়াকে ১০০ রানে হারিয়ে দেওয়ার পর মঙ্গলবার মাউন্ট মউনগানুইয়ের বে ওভালে পাপুয়া নিউ গিনি (পিএনজি)কে ১০ উইকেটে হারিয়ে দিল ভারত। এই ম্যাচ জিতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলল তারা।

এ দিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক পৃথ্বী শ। তাঁর এই সিদ্ধান্তে যে কোনও ভুল ছিল না, তা বল হাতে প্রথম থেকেই বোঝাতে শুরু করেন ভারতীয় যুব দলের বোলারা। নাগরকোটি-মাভিদের আগুনে পেসের সামনে এ দিন শুরু থেকেই নাস্তানাবুদ হতে হয় পিএনজিকে।

শুধু নাগরকোটি বা মাভিই নন, এ দিন পিএনজির ত্রাস হয়ে ওঠেন তরুণ বাঁ হাতি স্পিনার অনুকুল সুধাকর রায়। অনুকুল একাই নেন ৫টি উইকেট। ভারতীয় বোলারদের দাপটে মাত্র ২১.৫ ওভারে ৬৪ রানে শেষ হয়ে যায় পিএনজি-এর ইনিংস।

আরও পড়ুন: অস্ট্রেলিয়াকে ১০০ রানে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

আরও পড়ুন: ঈশান দ্রুত মাঠে ফিরুন, প্রার্থনা করছে চন্দননগর

অনুকুলের ৫ উইকেটের পাশাপাশি ২টি উইকেট নেন শিভম মাভি, একটি করে শিকার আর্শদীপ সিংহ এবং কমলেশ নাগারকোটি।

জবাবে ব্যাট হাতে নেমে কোনও উইকেট না হারিয়ে মাত্র ৮ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। ভারতের বেশির ভাগ রানই আসে অধিনায়ক পৃথ্বীর ব্যাট থেকে। ৩৯ বলে ৫৭ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। পৃথ্বীকে যোগ্য সঙ্গত দেন মনজোত কালরা। অপরাজিত ৯ রান করেন তিনি।

ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন তরুণ স্পিনার অনুকুল সুধাকর রায়।

পিএনজিএর বিরুদ্ধে তরুণ ভারতীয় দলের দাপুটে জয় প্রশংসা কুড়িয়েছে প্রাক্তন তারকা ক্রিকেটারদেরও। অনুকুলনাগারকোটিদের প্রশংসা করে টুইটারে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন ভিভিএস লক্ষ্মণমহম্মদ কইফ।

পিএনজিএর বিরুদ্ধে তরুণ ভারতীয় দলের দাপুটে জয় প্রশংসা কুড়িয়েছে প্রাক্তন তারকা ক্রিকেটারদেরও। অনুকুলনাগারকোটিদের প্রশংসা করে টুইটারে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন ভিভিএস লক্ষ্মণমহম্মদ কইফ।

পিএনজিএর বিরুদ্ধে তরুণ ভারতীয় দলের দাপুটে জয় প্রশংসা কুড়িয়েছে প্রাক্তন তারকা ক্রিকেটারদেরও। অনুকুলনাগারকোটিদের প্রশংসা করে টুইটারে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন ভিভিএস লক্ষ্মণমহম্মদ কইফ।

ICC Under 19 World Cup ICC U-19 World Cup India U19 Papua New Guinea U19 অনুকুল সুধাকর রায় Anukul Sudhakar Roy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy