Advertisement
E-Paper

৩-০তে সিরিজ জিতে ওয়ানডের বদলা টি২০-তে নিল ভারত

শেষ বলে তখন ভারতের দরকার দু’রান। সুরেশ রায়নার ব্যাট থেকে বাউন্ডারি আসতেই জয়োল্লাসে মাতল ভারত। অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করে ৩-০ তে টি২০ সিরিজ জিতে নিল ভারত। একদিনের সিরিজে হারের জ্বালা শেষ পর্যন্ত কমল টি২০তেই।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৬ ১৭:২৫

শেষ বলে তখন ভারতের দরকার দু’রান। সুরেশ রায়নার ব্যাট থেকে বাউন্ডারি আসতেই জয়োল্লাসে মাতল ভারত। অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করে ৩-০ তে টি২০ সিরিজ জিতে নিল ভারত। একদিনের সিরিজে হারের জ্বালা শেষ পর্যন্ত কমল টি২০তেই। এই সিরিজের শেষ ম্যাচ ভারত খেলতে নেমেছিল সেই লক্ষ্যেই। যাতে সফল ধোনি বাহিনী। এই সাফল্যের মধ্যেই আবারও বড় রান এল না শিখর ধবনের ব্যাটে। রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নেমে ২৬ রানেই ফিরে গেলেন প্যাভেলিয়নে। যদিও এই ২৬ রান এল মাত্র ৯ বলে। চারটি বাইন্ডারি ও একটি ওভার বাউন্ডারির ঝোড়ো ব্যাটিং বেশিক্ষণ স্থায়ী হল না। ধবন আউট হতেই রোহিতের সঙ্গে ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরলেন বিরাট কোহলি। ৩৮ বলে ৫২ রানের ইনিংস খেলে বোয়েসের বলে যখন ওয়াটসনকে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন রোহিত শর্মা তখন ভারতের রান ১২৪। সামনে লক্ষ্য ১৯৮ রানের। তার পর বিরাট কোহলিও ৩৬ বলে ৫০ রান করে সেই বোয়েসের হাতেই ধরা দিলেন।

১৪.৫ ওভারে তিন উইকেট হারিয়ে তখন ভারতের রান ১৪৭। সামনে তখনও বড় লক্ষ্য। ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরতে তখন ক্রিজে এলেন সুরেশ রায়না ও যুবরাজ সিংহ। ব্যাটে ঝড় তুললেন সুরেশ রায়নাও। যোগ্য সঙ্গত যুবরাজ সিংহর। শেষ মুহূর্তের হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে বাজিমাত ভারতেরই। সাত উইকেট হাতে থাকলেও শেষ ওভারে ভারতের সামনে ছিল ১৭ রানের লক্ষ্য। যেটা খুব সহজ ছিল না। অস্ট্রেলিয়ার হয়ে জোড়া উইকেট নিলেন বোয়েস ও একটি উইকেট ওয়াটসনের।

ওয়াটসনের দুরন্ত শতরানের সুবাদে ভারতের সামনে ১৯৮ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল অস্ট্রেলিয়া। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়াটসন। ওপেন করতে এসে অধিনায়কচিত ঢঙেই ব্যাট করলেন ওয়াটসন। যখন একের পর এক ব্যাটসম্যান আউট হয়ে ফিরছেন তখন উল্টোদিকে একা দাঁড়িয়ে লড়াই করে গেলেন। মাত্র ৮৬ বলে খেললেন অপরাজিত ১২৪ রানের ইনিংস। নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৯৭ রান তুলতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। ভারতের হয়ে একটি করে উইকেট নেন নেহরা, বুমরাহ, অশ্বিন, জাদেজা ও যুবরাজ।

আরও খবর: নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টারে ভারত

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের সিরিজ জয়ের অ্যালবাম

india australia t20 series
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy