Advertisement
E-Paper

এক ম্যাচ বাকি থাকতেই অস্ট্রেলিয়ায় টি২০ সিরিজ জয় ভারতের

সিরিজ জয় ভারতের। একম্যাচ বাকি থাকতে অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের টি২০ সিরিজ সহজেই জিতে নিল ভারত। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও সহজেই জয় পেল ভারত। ভারতীয় বোলারদের দাপটে পরে ব্যাট করে লক্ষ্যে পৌঁছতে পারল না অস্ট্রেলিয়া।

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৬ ১৪:১৯
এই দৃশ্য আজও দেখার অপেক্ষায় ভারতীয়রা।

এই দৃশ্য আজও দেখার অপেক্ষায় ভারতীয়রা।

সিরিজ জয় ভারতের। একম্যাচ বাকি থাকতে অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের টি২০ সিরিজ সহজেই জিতে নিল ভারত। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও সহজেই জয় পেল ভারত। ভারতীয় বোলারদের দাপটে পরে ব্যাট করে লক্ষ্যে পৌঁছতে পারল না অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার সামনে ১৮৫ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল ভারতীয় ব্যাটসম্যানরা। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার পক্ষে এই রান টপকে যাওয়া খুব কঠিন হবে না। এখানেই আবার পরীক্ষার সামনে ভারতের বোলাররা। তাঁদের বল সঠিকভাবে কাজ করলেই এদিন সিরিজ জিতে যাবে ভারত। না হলে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে ভারতকে।

টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল অস্ট্রেলিয়া। টি২০ সিরিজ জিততে হলে এই ম্যাচটাই ভারতের সামনে পরীক্ষার। ওয়ান ডে সিরিজ হারের পর টি২০ সিরিজের প্রথম ম্যাচ জিতে আবার ঘুরে দাঁড়িয়েছে ধোনি ব্রিগেড। সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ জিতে নিতে মরিয়া ভারতীয় দল।

• জোড়া উইকেট নিলেন জাদেজা ও বুমরাহ। একটি করে উইকেট অশ্বিন, পান্ডে ও যুবরাজের।

• পর পর দুই ম্যাচ জিতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় ভারতের।

• নির্ধারিত ওভারের শেষে লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ অস্ট্রেলিয়া। ৮ উইকেটে ১৫৭ রানেই থামতে হল ফি়ঞ্চদের।

• ১৯.২ ওভারে অস্ট্রেলিয়া ১৫২/৭।

• বুমরাহর বলে বোল্ড হয়ে প্যাবেলিয়নে ফিরলেন হেস্টিংস।

• সপ্তম উইকেট অস্ট্রেলিয়ার।

• ১৯ ওভারে অস্ট্রেলিয়া ১৫০/৬।

• শেষ দু’ওভারে অস্ট্রেলিয়াকে করতে হবে ৪০ রান।

• ১৭ ওভারে অস্ট্রেলিয়া ১৩৮/৬।

• আবার জাদেজা। স্টাম্প আউট ফকনার।

• ৭৪ রান করে রান আউট ফিঞ্চ।

• জাদেজার বলে জাদেজাকেই ক্যাচ দিয়ে ফিরলেন ওয়াটসন।

• ১৬ ওভারে অস্ট্রেলিয়া ১২৯/৫।

• ৪৩ বলে ৭০ রান করলেন অ্যারণ ফিঞ্চ।

• প্রথম বলেই উইকেট তুলে নিলেন যুবরাজ। একদিকে অস্ট্রেলিয়ার ইনিংসকে যখন ভরসা দিচ্ছে ফিঞ্চ তখন উল্টোদিকে পর পর উইকেট হারিয়ে সমস্যায় দল।

• ১২ ওভারের শেষে অস্ট্রেলিয়া ১০২/৩।

• যুবরাজ সিংহর বলে স্টাম্প আউট হয়ে ফিরলেন ম্যাক্সওয়েল।

• হার্দিক পান্ডের বলে প্যাভেলিয়নে ফিরলেন লিন।

• ক্রিজে ৬৭ রান করে রয়েছেন ফিঞ্চ। ব্যাট করতে এলেন ক্রিস লিন।

• ১০ ওভারের শেষে অস্ট্রেলিয়া ৯৬/১।

• অশ্বিনের বলে প্যাভেলিয়নে ফিরলেন মার্শ।

• অ্যারণ ফিঞ্চের হাফ সেঞ্চুরি।

• ৭ ওভারের শেষে অস্ট্রেলিয়া ৭৮/০।

• ৩৮ রানে ব্য়াট করছেন অ্যারণ ফিঞ্চ ও শন মার্শ ব্যাট করছেন ১৬ রানে।

• ৫.৩ ওভারে অস্ট্রেলিয়া ৫৭/০।

• ৪ ওভারের শেষে অস্ট্রেলিয়া ৩৮/০।

• প্রথম ওভারে তিন রান দেওয়া আশিস নেহরা দ্বিতীয় ওভারেই দিয়ে ফেললেন ১৬ রান। বুমরাহ দিলেন দু’ওভারে ১৭ রান।

• ভারতের দুই বোলারকে পাত্তাই দিচ্ছে না অস্ট্রেলিয়ার দুই ব্যাটসম্যান।

• এক ওভারে ১০ রান দিলেন বুমরাহ।

• ২ ওভারে অস্ট্রেলিয়া ১৩/০।

• এক ওভার বল করে তিন রান দিলেন আশিস নেহরা।

• ব্যাট করছেন শন মার্শ ও অ্যারণ ফিঞ্চ।

• অস্ট্রেলিয়ার ব্য়াটিং শুরু।

• ৫৯ রানে অপরাজিত বিরাট কোহলি।

• অস্ট্রেলিয়ার সামনে ১৮৫ রানের টার্গেট রাখল ভারত।

• নির্ধারিত ওভারের শেষে ভারত ১৮৪/৩।

• ১৪ রানে আউট ধোনি।

• কোহলির ৫০ রান। ২৯ বলে ৫০ রান করলেন তিনি।

• ১৭ ওভারের শেষে ভারত ১৫৬/২।

• বিরাট কোহলির সঙ্গে ব্যাট করতে ক্রিজে এলেন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি।

• রান আউট রোহিত শর্মা। ৬০ রান করে প্যাভেলিয়নে ফিরলেন তিনি।

• ১৫ ওভার ১৩৯/১।

• ১৪ ওভারে ভারত ১২৭/১।

• রোহিত শর্মার সঙ্গে এই মুহূর্তে ক্রিজে রয়েছেন বিরাট কোহলি। ১২ রানে ব্যাট করছেন তিনি।

• ১৩.২ ওভারে ভারত ১১০/১।

• হাফ সেঞ্চুরি করলেন রোহিত শর্মা।

• ১০০ রান ভারতের।

• ভারত ১১ ওভারের শেষে ৯৭/১।

• ম্যাক্সওয়েলের বলে লিনকে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন ধবন।

• ৪২ বলে শিখর ধবন আউট।

• ১০ ওভারে ভারত ৮৬/০।

• ৯ ওভারের শেষে ভারত ৮৪/০।

• ৩২ এ রোহিত ও ৩৮ এ ব্যাট করছেন শিখর ধবন।

• ৭ ওভারের শেষে ভারত ৭৮/০।

• শিখর ধবন ৩০ রানে ব্যাট করছেন। রোহিত শর্মা ব্যাট করছেন ২৩ রানে।

• ৬ ওভারে ভারতের রান ৫০/০।

• ১ ওভারে ১৫ রান দিলেন অস্ট্রেলিয়ার বোলার জেমস ফকনার।

• ৫ ওভারে ভারত ৪৪/০।

• ২ ওভারে ২২ রান দিলেন অস্ট্রেলিয়ার জন হেস্টিংস।

• শিখর ধবন ব্যাট করছেন ১৭ রানে। রোহিত শর্মা ৬ রানে।

• ৪ ওভারের শেষে ভারত ২৯/০।

• প্রথম ওভার শেষে ভারতের রান ৯/০।

• ব্যাট হাতে নেমেছেন শিখর ধবন ও রোহিত শর্মা।

• খেলা শুরু।

আরও খবর: অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজ জিতল ভারতীয় মেয়েরা

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy