Advertisement
২৫ এপ্রিল ২০২৪

জেজের গোলে জয় ভারতের

ফিফা র‌্যাঙ্কিংয়ে এক ধাপ নেমে ১৬৩তে পৌঁছনোর দিনই এশিয়ান কাপ কোয়ালিফিকেশনে জয় তুলে নিল ভারত। নিউ লাওস জাতীয় স্টেডিয়ামে লাওসকে ভারত হারিয়ে দিল জেজে লালপেখলুয়ার একমাত্র গোলে।

জেজের গোলের পর উচ্ছ্বাস।

জেজের গোলের পর উচ্ছ্বাস।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ জুন ২০১৬ ২০:৫৭
Share: Save:

লাওস ০

ভারত ১ (জেজে)

ফিফা র‌্যাঙ্কিংয়ে এক ধাপ নেমে ১৬৩তে পৌঁছনোর দিনই এশিয়ান কাপ কোয়ালিফিকেশনে জয় তুলে নিল ভারত। নিউ লাওস জাতীয় স্টেডিয়ামে লাওসকে ভারত হারিয়ে দিল জেজে লালপেখলুয়ার একমাত্র গোলে। ক্লাব ফুটবল থেকে জাতীয় দল, জেজের সাফল্য চলছেই। তিনি গোল করলে জিতছে দল। এদিনও জাতীয় দলের জার্সি গায়ে আবার নিজেকে প্রমাণ করলেন তিনি। সঙ্গে বাকিদের একাধিক সহজ সুযোগ নষ্ট চিন্তায় রাখবে কোচ কনস্টানটাইনকে। ৫৪ মিনিটে উদান্ত সিংহর ক্রস থেকে হেডে ভারতকে জয়ের গোল এনে দেন জেজে।

প্রথমার্ধে কোনও দলই গোলের মুখ খুলতে পারেনি। শুরুতেই চেষ্টা চালিয়েছিলেন সেই জেজে। কিন্তু অফ সাইডের ফাঁদে পা দিয়ে ফেলেন তিনি। এর পর কখনও সুনীল ছেত্রী, কখনও ইউজিন লিংদোরা গোলের মুখ খোলার চেষ্টা করেন। জেজে গোল না করলে ৪২ মিনিটে ইউজিনের নিশ্চিত গোলের সুযোগ নষ্টের দায় নিয়ে ম্যাচ শেষ করতে হত। প্রথমার্ধেই একাধিক গোলে এগিয়ে যেতে পারত ভারত। কিন্তু তেমনটা হল না। দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য নিজের কাজ করে গেলেন বাগান স্ট্রাইকার। শেষ মুহূর্তে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল আয়োজক দেশ। কিন্তু কাজে লাগাতে ব্যর্থ তাঁরা।

আরও খবর

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থেকেই কোপায় নামছেন মেসিরা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India Laos Asian Cup Qualifying Jeje lalpekhlua
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE