Advertisement
E-Paper

বিরাট-শিখর চূড়ায় ধোনির তিলক, এশিয়া জয়ী ভারত

দুরন্ত জয় ভারতের। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত। রোহিত শর্মা শুরুতেই আউট হয়ে প্যাভেলিয়নে ফিরে যাওয়ার পর ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন শিখর ধবন ও বিরাট কোহলি। ৬০ রানের ইনিংস খেলেন ধবন। বিরাটের রান অপরাজিত ৪১।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৬ ১৮:২২

দুরন্ত জয় ভারতের। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত। রোহিত শর্মা শুরুতেই আউট হয়ে প্যাভেলিয়নে ফিরে যাওয়ার পর ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন শিখর ধবন ও বিরাট কোহলি। ৬০ রানের ইনিংস খেলেন ধবন। বিরাটের রান অপরাজিত ৪১। শেষে এসে উইনিং রানে নিজের নাম লিখিয়ে গেলেন স্বয়ং অধিনায়ক। ছক্কা হাঁকিয়ে জেতালেন দলকে। খেললেন অপরাজিত ২০ রানের ইনিংস। প্রথমে ব্যাট করে ১৫ ওভারে ১২০ রান করেছিল বাংলাদেশ। ১৩.৫ ওভারেই দু’উইকেট হারিয়ে সেই রান তুলে নেয় ভারত।

• ৮ উইকেটে বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত।

• ধোনির ছক্কা।

• আল আমিনকে ধোনির ছক্কা।

• শেষ দু’ভারে ভারতকে করতে হবে ১৯ রান।

• ব্যাট করতে এসেছেন অধিনায়ক ধোনি।

• ১৩ ওভারে ভারত ১০২/২।

• তাসকিন আহমেদের বলে সৌম্য সরকারকে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি।

• ৬০ রানে আউট শিখর ধবন।

• ১২ ওভারে ভারত ৯৭/১।

• ১৮ বলে ২৪ রান করতে হবে ভারতকে। হাতে ৯ উইকেট থাকলেও রাস্তাটা সহজ নয়।

• নাসিরের শেষ বলে বাউন্ডারি হাঁকালেন ধবন।

• ৩৭ রানে ব্যাট করছেন বিরাট কোহলি।

• নাসির হোসেনের বলে পর পর দুটো বাউন্ডারি কোহলির।

• জিততে হলে ভারতকে ২৪ বলে করতে হবে ৩৯ রান। হাতে রয়েছে ৯ উইকেট।

• ১১ ওভারে ভারত ৮২/১।

• শিখর ধবনের হাফ সেঞ্চুরি। ৫২ রানে ব্যাট করছেন তিনি।

• ধবনের পর পর বাউন্ডারি ভাল জায়গায় ভারত।

• ১০ ওভারে ভারত ৭১/১।

• ৯ ওভারে ভারত ৬৮/১।

• শিখর ধবনের ওভার বাউন্ডারি।

• ৮ ওভারে ভারত ৬৯/১।

• ৩২ রানে ব্যাট করছেন শিখর ধবন। ও ২৪ রানে ব্যাট করছেন বিরাট কোহলি।

• ৭ ওভারে ভারত ৫৫/১।

• মাশরাফিকে এবার বাউন্ডারিতে পাঠালেন কোহলি।

• ৬ ওভারে ভারত ৪৮/১।

• সাকিবের ওভারের শেষ বলে আবার বাউন্ডারি ধবনের।

• সাকিবের বলে এবার বাউন্ডারি ধবনের।

• সাকিব আল হাসানের বলে বাউন্ডারি কোহলির।

• প্রথম বলেই বাউন্ডারি হাঁকালেন ধবন।

• ৪ ওভারে ভারত ১৮/১।

• ধবন ব্যাট করছেন ১০ রানে। বিরাটের রান ৭।

• ৩ ওভারে ভারত ১২/১।

• ১৩ ভারতের দরকার ১১৩ রান। হাতে রয়েছে ৯ উইকেট।

• ২ ওভারে ভারত ৮/১।

• ভারতের ব্যাটসম্যান খুলে ব্যাট চালাতে দিচ্ছেন না বাংলাদেশের দুই বোলার আল আমিন ও তাসকিন।

• শিখর ধবনের সঙ্গে ব্যাট করতে এলেন বিরাট কোহলি।

• আল আমিন হোসেনের বলে রোহিতের ক্যাচ নিলেন সৌম্য সরকার।

• মাত্র ১ রান করে রোহিত শর্মা আউট।

• ১ ওভারে ভারত ৫/০।

• ভারতের রানের খাতা খুললেন রোহিত শর্মা।

• বল করছেন তাসকিন আহমেদ।

• ব্যাট করছেন রোহিত শর্মা ওশিখর ধবন।

• ব্যাটিং শুরু ভারতের।

প্রথমে ব্যাট করে ভারতের সামনে ১২১ রানের টার্গেট রাখল বাংলাদেশ। শুরুটা ব্যাট হাতে সৌম্য সরকার ও তামিম ইকবাল ভাল করলেও বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি দুই ওপেনার। এর পর সাব্বির রহমান এসে দলের ব্যাটিংয়ের হাল ধরেন। ৩২ রান করে অপরাজিত থাকেন তিনি। যোগ্য সঙ্গত ৩৩ রান করে মাহমুদুল্লাহর। ১৫ ওভারের শেষ বাংলাদেশের রান ১২০/৫। সাকিব আল হাসান ১৬ বলে ২১ রান করে কিছুটা ভরসা দেন। জোড়া ওভার বাউন্ডারিও হাঁকান মাহমুদুল্লাহ। ভারতের হয়ে একটি করে উইকেট নেন অশ্বিন, নেহরা, বুমরাহ ও জাদেজা। একটি রান আউট।

• ভারতের সামনে ১২১ রানের টার্গেট।

• ১৫ ওভারের শেষে বাংলাদেশ ১২০/৫।

• ১৪ ওভারের শেষে বাংলাদেশ ১১৩/৫।

• আবার ছক্কা। এবারও পাণ্ডের বলে মাহমুদুল্লাহ।

• পাণ্ডেকে ছক্কা হাঁকালেন মাহমুদুল্লাহ।

• ১৩ ওভারে বাংলাদেশ ৯২/৫।

• সাব্বির রহমান ব্যাট করছেন ২৯ রানে।

• উল্টোদিকে বাংলাদেশ ব্যাটিংয়ের হাল ধরে রেখেছেন সাব্বির রহমান। তাঁর সঙ্গে ব্যাট করতে এলেন মাহমুদুল্লাহ।

• ১২ ওভারের শেষে বাংলাদেশ ৭৮/৫।

• এবার আউট হলেন মাশরাফি মোর্তাজা। জাদেজার বলে কোহলিকে ক্যাচ দিয়ে কোনও রান না করেই ফিরলেন তিনি।

• পঞ্চম উইকেট বাংলাদেশের।

• ৪ রান করে রান আউট হলেন মুশফিকুর রহিম।

• চতুর্থ উইকেট বাংলাদেশের।

• সাব্বির রহমানের সঙ্গে্ ব্যাট করতে এলেন মুশফিকুর রহিম।

• ৯ ওভারে বাংলাদেশ ৬৪/৩।

• অশ্বিনের বলে বুমরাহকে ক্যাচ দিয়ে আউট হলেন সাকিব। করলেন ২১ রান।

• সাকিব আল হাসান আউট....

• ১২ রানে সাব্বির রহমান ও ১৭ রানে সাকিব আল হাসান ব্যাট করছেন।

• ৮ ওভারে বাংলাদেশ ৫৮/২।

• আবার বাউন্ডারি সাকিবের। এবার হার্দিক পাণ্ডের বলে পর পর দু’বার।

• ৭ ওভারে বাংলাদেশ ৪৭/২।

• জাদেজার এক ওভারে পর পর বাউন্ডারি সাকিব ও সাব্বিরের।

• ৬ ওভারে বাংলাদেশ ৩৫/২।

• এই মুহূর্তে ব্যাট করছেন সাকিব আল হাসান ও সাব্বির রহমান।

• ৫ ওভারে বাংলাদেশ ৩০/২।

• বুমরাহর বলে তামিম ইকবাল এলবিডব্লু হয়ে ফিরলেন প্যাভেলিয়নে।

• ১৩ রান করে আউট তামিম ইকবাল।

• ৪ ওভারে বাংলাদেশ ২৭/১।

• ১৪ রান করে নেহরার বলে পাণ্ডেকে ক্যাচ দিয়ে আউট হলেন সৌম্য সরকার।

• আউট.....

• নেহরার এক ওভারে পর পর বাউন্ডারি হাঁকালেন তামিম ও সৌম্য।

• ৩.৪ ওভারে ২৩/০।

• তৃতীয় ওভারেই বুমরাহকে নিয়ে এলেন ধোনি।

• ২ ওভারে বাংলাদেশ ১১/০।

• নেহরার বলে বাউন্ডারি হাঁকালেন তামিম।

• আশিস নেহরার সঙ্গে বল করছেন রবিচন্দ্রন অশ্বিন।

• ব্যাট করছেন তামিম ইকবাল ও সৌম্য সরকার।

• প্রথম ওভারের শেষে অশ্বিনের বলে বাউন্ডারি সৌম্যর।

• ১ ওভারে বাংলাদে্শ ৫/০।

• খেলা শুরু।

টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন ধোনি। খেলা হবে ১৫ ওভারের। ভেজা মাঠে প্রথমে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠানোর সব থেকে বড় কারণ লক্ষ্যটা নির্দিষ্ট হয়ে যাওয়া। যদিও ঘরের মাঠে মানসিকভাবে প্রস্তুত বাংলাদেশও। সমর্থকদেরও অপেক্ষার অবসান। ভর্তি শের-ই-বাংলা স্টেডিয়ামে আবার ফিরে এল খেলার মেজাজ।

বৃষ্টি থেমেছে। একবার মাঠ পরীক্ষাও হয়ে গিয়েছে। দ্বিতীয়বার মাঠ পরীক্ষা হবে স্থানীয় সময় ৮.৪৫এ। তার পরই সিদ্ধান্ত হবে কত ওভারের হবে এশিয়া কাপ ফাইনাল। দুই দলই এই মুহূর্তে মাঠে নেমে ওয়ার্ম আপ শুরু করেছে। চলছে সুপার সপার দিয়ে মাঠ শুকনোর কাজ।

• ৮.৪৩ মিনিট, টস জিতে বল করার সিদ্ধান্ত নিলেন ধোনি।

• ৮.৪৩ মিনিট, হয়ে গেল টস।

• ৮.৪১ মিনিট, খেলা হবে ১৫ ওভারের।

• ৮.৪০ মিনিট, স্থানীয় সময় ৯.৩০ এ শুরু হবে খেলা।

• ৮.২৫ মিনিট, আম্পায়াররা ফিরে এসেছেন মাঠে।

• ৮.১৯ মিনিট, রাসেল আর্নল্ড পিচ পরীক্ষার পর জানিয়েছেন পিচ শুকনো আছে। দ্বিতীয় পরীক্ষার পরই সিদ্ধান্ত নেওয়া হবে।

• ৮.০৭ মিনিট, স্থানীয় সময় ৮.৪০ এর মধ্যে খেলা শুরু হলে পুরো ম্যাচ খেলা হত। কিন্তু এখন যা অবস্থা তাতে ওভার কমিয়েই হবে এশিয়া কাপ ফাইনাল।

• ৮.০৫ মিনিট, স্থানীয় সময় ৮.৪৫ এ আবার মাঠ পরীক্ষা করবেন আম্পায়ার ও ম্যাচ কমিশনার। তার পরই সিদ্ধান্ত নেওয়া হবে কত ওভারের খেলা হবে।

• ৮.০৩ মিনিট, স্টাম্পসও লাগিয়ে দেওয়া হয়েছে।

• ৮.০১ মিনিট, পিট কভার সরিয়ে নেওয়া হয়েছে। সুপার সপার দিয়ে আউটফিল্ড শুকনোর কাজ চলছে।

• ৭.৫৪ মিনিট, স্থানীয় সময় ৮.৩০তে আম্পায়াররা মাঠ দেখবেন। তার পরই বোঝা যাবে কখন খেলা শুরু হবে তার কত ওভারের হবে।

• ৭.৪৮ মিনিট, ভারতীয় প্লেয়াররা মাঠ দেখে নিচ্ছেন। কেউ কেউ আবার ফুটবলও খেলতে শুরু করে দিয়েছেন।

• ৭.৪৭ মিনিট, পিচ কভার এখনও রয়েছে।

• ৭.৩৪ মিনিট, মনে হচ্ছে পুরো ম্যাচই খেলা হবে।

• ৭.৩৩ মিনিট, মাঠের প্রায় সব কভার সরিয়ে নেওয়া হয়েছে।

• ৭.৩০ মিনিট, মীরপুরের ড্রেনেজ ব্যবস্থা এত ভাল যে কয়েক মিনিটেই মাঠের সব জল সরে গিয়েছে।

• ৭.২৯ মিনিট, মাঠের বিগ স্ক্রিনের ক্ষতি হলেও সেটা চলছে।

• ৭.২৬ মিনিট, পুরো গ্রাউন্ড ঢাকা না থাকায় মাঠ শুকোতে সময় লাগবে এটাই স্বাভাবিক।

• ৭.২৫ মিনিট, এখনও বোঝা যাচ্ছে না খেলা কখন শুরু হবে।

• ৭.২০ মিনিট, সমর্থকরা যাঁরা ছাদের তলায় জমা হয়েছিলেন খোলা জায়গা ছেড়ে। তাঁরা আবার নিজেদের জায়াগয় ফিরে এসেছেন।

• ৭.১৫ মিনিট, গ্রাউন্ড স্টাফরা আপাতত মাঠের পরিচর্যায় ব্যস্ত।

• ৭.১৪ মিনিট, সুখবর.... বৃষ্টি থেমে গিয়েছে।

• ৭.০৬ মিনিট, বৃষ্টি তীব্রতা কমলেও এখনও খেলা শুরু মতো পরিস্থিতি তৈরি হয়নি।

• ৭.০৩ মিনিট, স্থানীয় সময় ৮.৩০ এ খেলা শুরু না হলে ওভার কমতে শুরু করবে।

• ৬.৫৯ মিনিট, এই মুহূর্তে স্টেডিয়ামের চারটি ফ্লাডলাইট টাওয়ারেই আলো জ্বলছে।

• ৬.৫৭ মিনিট, মাঠের বিগ স্ক্রিন ক্ষতিগ্রস্ত হয়েছে। হাওয়ায় উড়ে গিয়েছে স্ক্রিনের ফ্রেম।

• ৬.৫৫ মিনিট, হাওয়ায় মাঠের কভার উড়ে যাচ্ছে। যার ফলে আউট ফিল্ড সম্পূর্ণ ভিজে গিয়েছে।

• ৬.৫৩ মিনিট, এখনও প্রবল বৃষ্টি চলছে।

• ৬.৪৯ মিনিট, খেলা শুরু হওয়ার শেষ সময় স্থানীয় সময় অনুযায়ী ১০.৪০ এ। সেই সময় খেলা শুরু হলে ৫ ওভারের ম্যাচ হতে পারে।

• ৬.৪৬ মিনিট, যদি স্থানীয় সময় ৮.৩০তে খেলা শুরু না হয় তাহলে আরও কিছুক্ষণ দেখা হবে।

• ৬.৪২ মিনিট, একঘণ্টা পরে শুরু হতে পারে খেলা। তার মানে রাত ৮টায় খেলা শুরু হতে পারে।

• ৬.৩৭ মিনিট, এখনও হাত সময় রয়েছে। ম্যাচ শুরু হওয়ার কথা সন্ধে স্থানীয় সময় ৭.৩০।

• ৬.৩৫ মিনিট, টসের সময় পিছিয়ে গেল।

• ৬.৩২ মিনিট, জল যদিও জমেনি মাঠে।

• ৬.৩০ মিনিট, মাঠের অবস্থা ভাল নয়।

শেষ বেলায় প্রকৃতির কোপে এশিয়া কাপ। ধুলো ঝড় সঙ্গে বৃষ্টি। ম্যাচ শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় সন্ধে ৭.৩০টা। কিন্তু এখনও বোঝা যাচ্ছে না সঠিক সময়ে খেলা শুরু করা সম্ভব হবে কি না। এর মধ্যেই বন্ধ হয়ে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল ফ্লাড লাইড। এশিয়া কাপ ফাইনালের কোনও রিজার্ভ ডে নেই। যার ফলে আজ ফাইনাল না হলে ভাগাভাগি হয়ে যাবে চ্যাম্পিয়নশিপ ট্রফি। মানে যুগ্ম চ্যাম্পিয়ন হয়ে যাবে ভারত-বাংলাদেশ। অতীতেও শ্রীলঙ্কার সঙ্গে এশিয়া কাপ ট্রফি ভাগ করে নিতে হয়েছিল ভারতকে। তবে বৃষ্টি থামার অপেক্ষায় মীরপুর। নির্ধারিত সময়ে খেলা শুরু হওয়ার সম্ভবনা কম। যাতে পিছিয়ে যেতে পারে সময়। নিয়মিত আপডেটের জন্য নজর রাখুন এখানে।

mirpur asia cup india bangladesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy