বিশ্ব ব্যাডমিন্টন সংস্থার জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে ইতিহাস ভারতের। প্রথম বার এই প্রতিযোগিতায় পদক পেল ভারত। শুক্রবার সেমিফাইনালে দুরন্ত লড়াই করলেও গত বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে হারাতে পারেনি। তার পরেও এই অভিযান স্মরণীয় হয়ে থাকবে কারণ আগের দিনই প্রাক্তন চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথম বার পদক জয় নিশ্চিত করেছিল ভারতের খেলোয়াড়েরা।
সেমিফাইনালে ভারতীয় দল হারে ৩৫-৪৫, ২১-৪৫ ফলে। ইন্দোনেশিয়া ফাইনালে লড়াই করবে অপর সেমিফাইনালে মুখোমুখি হওয়া ১৪ বারের চ্যাম্পিয়ন চিন বনাম জাপানের ম্যাচে বিজয়ীর সঙ্গে। স্কোরলাইন দেখে একতরফা ভাবে ইন্দোনেশিয়া জিতেছে মনে হলেও, ভারতের তরুণ খেলোয়াড়েরা গোটা প্রতিযোগিতাতেই দারুণ লড়াই করে।
এ দিন বালকদের ডাবলসে ভার্গব রাম আরিগেলা ও বিশ্ব তেজ গোব্বুরু দুরন্ত ভাবে শুরু করেন। বালিকাদের সিঙ্গলসেও উন্নতি হুডা দলকে এগিয়ে রাখেন। এর পরে ইন্দেনেশিয়া ঘুরে দাঁড়ায় জুনিয়র ব্যাডমিন্টনে বিশ্বের এক নম্বর মহম্মদ উবাইদিল্লার দাপটে। দ্বিতীয় সেটে আত্মবিশ্বাসী ইন্দোনেশিয়ার সামনে উন্নতিরা প্রতিরোধ গড়তে পারেননি। ফলে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ভারতকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)