দেশের দ্রুততম বোলার হিসেবে এ দিন ২০০ টেস্ট উইকেটের মালিক হলেন অশ্বিন। বিশ্বের দ্বিতীয় দ্রুততম ২০০ উইকেটধারীও হলেন তিনি। ৩৭তম টেস্টে ২০০ উইকেটের টিমে ঢুকে পড়লেন এই ডান হাতি স্পিনার। ১৯৩৬ সালে নিজের ৩৬তম টেস্টে ২০০তম উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার সিভি গ্রিমেট। গত ৮০ বছর ধরে অক্ষত আছে এই বিশ্বরেকর্ড। অশ্বিন গ্রিমেটকে ছুঁতে পারলেন না মাত্র এক ম্যাচের জন্য।
কানপুর টেস্টের চতুর্থ দিনের শেষে নিউজিল্যান্ডের রান চার উইকেটে ৯৩। কাল শেষ দিনে নিউজিল্যান্ডের জয়ের জন্য দরকার ৩৪১ রান। হাতে ছয় উইকেট। নাটকীয় কিছু না ঘটলে দেশের ৫০০তম টেস্ট ম্যাচ জিতেই ইডেনে খেলতে আসবে টিম কোহালি।
নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস
• লাথাম এলবিডব্লিউ ব অশ্বিন ২
• গাপ্টিল ক বিজয় ব অশ্বিন ০
• উইলিয়ামসন এলবিডব্লিউ ব অশ্বিন ২৫
• টেলর রান আউট ১৭
• রনচি ব্যাটিং ৩৮
• স্যান্টনার ব্যাটিং ৮
• অতিরিক্ত ৩
বোলিং
• শামি ৪-২-৬-০
• অশ্বিন ১৬-১-৬৮-৩
• জাডেজা ১৪-১০-৮-০
• যাদব ৩-০-৯-০
আরও খবর...
ম্যাচ ঘুরিয়ে দিল রবিচন্দ্রন অশ্বিনের একটা বল