Advertisement
০৬ মে ২০২৪

পিছিয়ে পড়েও বিশ্বকাপের শেষ চারে যুব ভারত

ঘরের মাঠে জুনিয়র বিশ্বকাপ হকিতে ভারতের দুরন্ত ফর্ম অব্যাহত। বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে এক গোলে পিছিয়ে পড়েও ভারতীয় তরুণরা ২-১ হারিয়ে দিলেন স্পেনকে।

স্পেনকে হারিয়ে উল্লাস।-পিটিআই

স্পেনকে হারিয়ে উল্লাস।-পিটিআই

লখনউ শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৬ ০৪:২৫
Share: Save:

ঘরের মাঠে জুনিয়র বিশ্বকাপ হকিতে ভারতের দুরন্ত ফর্ম অব্যাহত। বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে এক গোলে পিছিয়ে পড়েও ভারতীয় তরুণরা ২-১ হারিয়ে দিলেন স্পেনকে। শুক্রবারই সেমিফা‌ইনালে হরেন্দ্র সিংহের ছেলেরা সেমিফাইনালের লড়াইয়ে নামবেন অস্ট্রেলিয়ার সঙ্গে। অন্য সেমিফা‌ইনালে গত বারের চ্যাম্পিয়ন জার্মানির প্রতিপক্ষ বেলজিয়াম।

ধ্যানচাঁদ স্টেডিয়ামে এ দিন প্রথমার্ধের দ্বিতীয় কোয়ার্টারে মার্ক সেরাহিমা এগিয়ে দেন স্পেনকে। চতুর্থ কোয়ার্টার শুরুর সময়েও ভারত পিছিয়ে ছিল। কিন্তু ওস্তাদের মার শেষ রাতে দেখিয়ে ওই শেষ কোয়ার্টারেই মাত্র সাত মিনিটের ব্যবধানে ভারত দু’টো গোল তুলে নেয়। দুই সিংহ— সিমরনজিৎ এবং হরমনপ্রীতের সৌজন্যে। ম্যাচের বয়স তখন যথাক্রমে ৫৭ ও ৬৫ মিনিট। ২-১ এগিয়ে যাওয়ার পরে ম্যাচের শেষ পাঁচ মিনিট স্বাভাবিক কারণেই ভারত ডিফেন্সে লোক বাড়িয়ে নিরাপদে কাটিয়ে দেয়। তবে ম্যাচের রাশ হাতে তুলে নেওয়ার আগে পর্যন্ত যুব ভারতীয় হকি দল সারাক্ষণ আক্রমণাত্মক ছিল। পেনাল্টি কর্নারও পেয়েছিল হাফডজন। এবং দাদাদের মতো ভাইরা যে লক্ষ্যভ্রষ্ট হওয়ার রোগে ভোগেন না সেটাও প্রমাণিত এ দিন। ভারতের সমতা ফেরানো এবং জয়ের গোল, দু’টোই পেনাল্টি কর্নার থেকে!

যা খুশি করছে ভারতীয় হকির চিফ কোচ রোল্যান্ট অল্টমান্সকেও। ‘‘ভারতের জুনিয়র টিম যোগ্য দল হিসেবে বিশ্বকাপ সেমিফাইনালে উঠেছে,’’ বলেছেন জাতীয় হকি দলের ডাচ কোচ। সঙ্গে আরও যোগ করেন, ‘‘আপনি যদি কপালের জোরে জিততেন তা হলে তো ভারত ২০০৫ জুনিয়র বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতো। কিন্তু আমাদের তরুণ হকি প্লেয়াররা আজ নিজেদের ক্ষমতায় জিতেছে। পিছিয়ে পড়েও কোনও তাড়াহুড়ো বা হারাকিরি করেনি। ঠান্ডা মাথায় ম্যাচে ফিরেছে। প্রথমে গোল শোধ করেছে। তার পর উইনিং গোল করেছে। আমি ওদের অভিনন্দন জানাচ্ছি।’’ যুব ভারতীয় হকি দলের কোচ হরেন্দ্র সিংহকে পাশে নিয়ে অল্টমান্স আরও বলেন, ‘‘আমি ভাগ্যে বিশ্বাস করি না। কপালের জোর বলে কিছু থাকলেও সেটা সাহসী এবং পরিশ্রমীদেরই সহায় হয়। তাই প্লেয়াররা যদি কঠিন পরিশ্রম করে, তার রেজাল্ট পাবেই।’’ তবে অল্টমান্স এবং হরেন্দ্র, দুই কোচই মনে করছেন, প্রত্যেক ম্যাচেই তার আগের ম্যাচের থেকে উন্নতির জায়গা এবং সুযোগ, দুই-ই থাকে। ‘‘সে কারণে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততে আমাদের আরও ভাল খেলতে হবে,’’ বলছেন অল্টমান্স। আর হরেন্দ্রর সংযোজন, ‘‘স্পেনের চেয়ে অস্ট্রেলিয়া শক্তিশালী বলে সেমিফাইনালে ভারতের পেনাল্টি কর্নারের সাকসেস রেট আরও অনেক ভাল হওয়া দরকার। কারণ, ড্র্যাগ ফ্লিক গোল পাওয়ার বড় অস্ত্র।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Indian Hockey Team Spain Hockey
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE