শ্রীলঙ্কা সফর শেষ হলেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের বল গড়াচ্ছে ভারতের মাটিতে।
সেই সিরিজের জন্য ইতিমধ্যেই রওনা দিয়েছে অস্ট্রেলিয়া। বাঁ হাতি মারমুখী অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ভারতকে একপ্রকার হুমকি দিয়ে জানিয়েছেন, তাঁরা আসন্ন সিরিজের জন্য তৈরি।
সম্প্রতি পাকিস্তান ও নিউজিল্যান্ডকে ঘরের মাটিতে টেস্ট সিরিজে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। তবে হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারকে ছাড়াই ভারতের মাটিতে খেলতে আসছে তারা। অজিরা যে ফর্মে রয়েছেন, তাতে অনেকেই মনে করছেন বিরাট কোহালিদের পক্ষে ওয়ার্নারদের হারানো সহজ হবে না।
কিউয়িদের বিরুদ্ধে তৃতীয় টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছেন ওয়ার্নার। দারুণ ছন্দে থাকা এই বাঁ হাতি ওপেনার ইনস্টাগ্রামে হুঙ্কার দিয়ে লিখেছেন, ‘‘ভারত, আমরা আসছি। তিন ম্যাচের সিরিজ দারুণ জমজমাট হবে। ভারতীয় সমর্থকদের সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় রয়েছি।’’
চলতি মাসের ১৪ তারিখ মুম্বইয়ে ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে। পরের দুটো ম্যাচ হবে রাজকোট (১৭ জানুয়ারি) ও বেঙ্গালুরুতে (১৯ জানুয়ারি)।