টি২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান শুরু করছে একে অপরের বিরুদ্ধে। তার আগে এশিয়া কাপে নিজেদের মেপে নিতে তৈরি দুই পক্ষ। শনিবার ঢাকায় মুখোমুখি হচ্ছে বিশ্ব ক্রিকেটের সব থেকে বড় দুই প্রতিদ্বন্দ্বী। তার আগে বাংলাদেশের বিরুদ্ধে জয় দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করে দিয়েছে ভারত। পাকিস্তানের সামনে প্রথম ম্যাচ। তাই লড়াইটাও কঠিন। সঙ্গে পাকিস্তান দলে যুক্ত হয়েছেন মহম্মদ আমির। যাঁর দলে আসা নিয়ে অনেক জলঘোলা হয়েছে অতীতে। এমন অবস্থায় আমিরের দলে ফেরাকে স্বাগত জানিয়েছেন ভারতের বিরাট কোহলিও। সব মিলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য প্রস্তুত দুই দলই। ২২ গজের লড়াইয়ে ভাগ বসানো রাজনীতি তো রয়েছেই তার মধ্যেই আবার দেখা হচ্ছে ভারত-পাকিস্তানের।
প্রথম ম্যাচের আগে সতর্ক পাকিস্তান। তবে পাকিস্তানের ব্যাটসম্যানদের উদ্দেশে অন্য সতর্কবার্তা দিয়ে রাখলেন ভারতের সব থেকে ধারাবাহিকভাবে সফল ব্যাটসম্যান রোহিত শর্মা। বলে দিলেন ভারতের স্পিন অ্যাটাক নিয়ে কিন্তু ভাবতে হবে প্রতিপক্ষকে। আর ভারতীয় ব্যাটিংয়ের যে ভরসা তিনি স্বয়ং সেটাও জানেন খুব ভাল করে। নিজের কথা বলতে গিয়ে তাই হয়তো অনেকটাই আক্রমনাত্মক রোহিত। বলেন, ‘‘কেউ যদি ভাবে তিনি দলের পিলার তাহলে তাঁর খেলা অনেক খুলে যায়। খেলা ভাল হয়ে যায়।’’ পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামার আগে তিনি যে মুখিয়ে রয়েছেন তা বোঝাই গেল। কিছুদিন আগে পর্যন্তও তো তাঁর খেলা নিয়ে উঠেছিল সমালোচনার ঝড় কিন্তু তাঁর উপর ভরসা রেখেছিলেন অধিনায়ক ধোনি। শুধু নিজের উপর নন পুরো দলের উপরই ভরসা রাখছেন রোহিত। বলেন, ‘‘আমরা আমাদের ক্ষমতার দিকে বেশি নজর রাখছি নাকি পাকিস্তানের চার পেসার নিয়ে নামার দিকে। এটা ঠিক ওদের বোলিং আক্রমণ যথেষ্ট শক্তিশালী। সেই মতো আমরা নিজেদের পরিকল্পনাকে বাস্তবায়িত করার দিকেই নজর দিচ্ছি। আমাদের শক্তির জায়গা আমাদের ব্যাটিং। এবং সেই দিকেই বেশি মনোনিবেশ করা হচ্ছে।’’ তবে রোহিত এটা জানিয়ে দিলেন শুধু আমেরকে নিয়ে ভাবছেন না তিনি।
বাংলাদেশের বিরুদ্ধে এশিয়া কাপের প্রথম ম্যাচে ৫৫ বলে ৮৩ রান করে দলের ব্যাটিংকে ভরসা দিয়েছিলেন রোহিত। তবে রান করেও মীরপুরের উইকেটের সমালোচনা করেছেন তিনি। তবে যেমনই উইকেট হোক সেখানেই ব্যাট ব্যাট করে ক্রিজে টিকে থেকে রান তুলতেই হবে ব্যাটসম্যানদের বলে মনে করেন তিনি। তবে এই মুহূর্তে পাকিস্তানকে কোনওভাবেই হালকা ভাবে নিচ্ছেন না তিনি। ‘‘ওরা অনেক টি২০ ম্যাচ খেলেছে। ব্যাটসম্যানদের জন্য মীরপুরের উইকেটে টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ।’’ দু’বছর আগে এই গ্রাউন্ডেই পাকিস্তানের কাছে হারতে হয়েছিল। শেষ ওভারে আফ্রিদির জোড়া ছক্কা এখনও সবার মনে রয়েছে। তবে অতীত নিয়ে ভাবতে নারাজ রোহিত। শনিবার মীরপুরের মাঠে ইতিহাস নয় নতুন কাহিনী লিখতে তৈরি টিম ইন্ডিয়া। নতুন দিন, নতুন টিম, নতুন লড়াই সেই পুরনো শত্রুদের বিরুদ্ধে।
এশিয়া কাপ: ভারত বনাম পাকিস্তান (ঢাকা, সন্ধ্যে ৭টা ভারতীয় সময়)
আরও খবর
স্বামী না দেশ, সানিয়া বেছে নিলেন দেশকেই