সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। নতুন সংবিধানের ২৫.৩ (সি) এবং (ডি) ধারা মেনে নিল ফেডারেশন। ফলে জাতীয় এবং রাজ্য সংস্থা, দুই জায়গায় পদ দখল করে থাকতে পারবেন না আর কোনও কর্তা। গত ১৫ অক্টোবর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল তিন সপ্তাহের মধ্যে নতুন সংবিধানের এই ধারা মেনে নেওয়ার। সোমবার এক অনলাইন বৈঠকে এই ধারা মেনে নেওয়া হয়েছে। তবে সভাপতি কল্যাণ চৌবের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না। তাঁর মেয়াদ শেষ ২০২৬-এর সেপ্টেম্বরে।
সোমবার এক বিবৃতিতে নতুন সংবিধান পুরোপুরি মেনে নেওয়ার কথা জানিয়েছে ফেডারেশন। জাতীয় সংস্থার কর্মসমিতির কোনও কর্তার পক্ষে রাজ্য সংস্থার পদ ধরে রাখা আর সম্ভব নয়। ফেডারেশন জানিয়েছে, সুপ্রিম কোর্ট এবং অবসরপ্রাপ্ত বিচারপতি এল নাগেশ্বর রাও যে প্রস্তাব দিয়েছিলেন তা মেনেই নতুন সংবিধান পুরোপুরি ভাবে গ্রহণ করা হয়েছে। সকলকে ধন্যবাদ জানানোও হয়েছে ফেডারেশনের তরফে। বাকি ধারাগুলি এর আগে বার্ষিক সাধারণ সভায় গৃহীত হয়েছিল।
আরও পড়ুন:
এই দু’টি ধারা নিয়ে অতীতে জল্পনা তৈরি হয়েছিল। ১৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতি রাওয়ের তৈরি করা খসড়া সংবিধানে কয়েকটি সংশোধনী এনে তা চার সপ্তাহের মধ্যে মেনে নেওয়ার নির্দেশ দিয়েছিল ফেডারেশন। তবে ২৫.৩ (সি) এবং (ডি) ধারা অনেক কর্তাই মানতে চাননি। সে ক্ষেত্রে তাঁদের একটি পদ ছেড়ে দিতে হত। সুপ্রিম কোর্ট আবারও একই নির্দেশ দেওয়ায় উপায় না দেখে সেই দু’টি ধারা-সহ সমগ্র সংবিধানকেই মেনে নেওয়া হয়েছে।