গুয়াহাটি টেস্টে দু’দিন ধরে ব্যাট করেছে দক্ষিণ আফ্রিকা। সেখানে ভারত গোটা এক দিনও ব্যাট করতে পারেনি। দ্বিতীয় দিন ৬ ওভার খেলার পর তৃতীয় দিন খেলেছে ৭৭.৫ ওভার। তৃতীয় দিনের শেষে আবার দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেমেছে। ভারতের ব্যাটিংয়ের এমন বেহাল দশা দেখে অবাক মার্কো জানসেন। প্রোটিয়া পেসার জানিয়েছেন, দু’দিন ধরে ফিল্ডিং করতে হবে এটা ধরে নিয়েই তাঁরা নেমেছিলেন।
জানসেন বলেছেন, “স্পিনারেরা দুর্দান্ত বল করেছে। ভাগ্যবান যে বেশি সুবিধাটা আমি পেয়েছি। পিচে একটু হলেও পেস এবং বাউন্স রয়েছে। আমরা তো ভেবেছিলাম অন্তত দু’দিন ফিল্ডিং করতে হবে। সে জায়গায় পুরো একটা দিনও ফিল্ডিং করতে হল না। ছেলেরা খুব ভাল খেলেছে।”
ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের স্কোরকার্ড।
পর ক্ষণেই ভারতের জন্য হুঁশিয়ারি দিয়েছেন জানসেন। বলেছেন, “এখনও পিচটা ভাল আছে। তবে বল এ বার একটু একটু করে ঘুরতে শুরু করেছে। থেমে থেমে ব্যাটারের কাছে যাচ্ছে। তাই দ্বিতীয় ইনিংসে স্পিনারেরা আরও ভাল বল করবে বলেই মনে হচ্ছে। সেটা কাল বা পরশুও হতে পারে।”
কী ভাবে ভারতকে বিপদে ফেলেছেন তা ফাঁস করতে গিয়ে জানসেন বলেছেন, “আজকের পিচে বেশ পেস এবং বাউন্স পেয়েছি। সঙ্গে ভাল সুইংও হচ্ছিল অন্য প্রান্ত থেকে। আমরা যখন দেখলাম পেস এবং বাউন্স পাওয়া যাচ্ছে, সেটাকে যত বেশি সম্ভব কাজে লাগানোর চেষ্টা করেছি।”
আরও পড়ুন:
ব্যাট হাতে ৯৩ রান করার পর বল হাতেও ৬ উইকেট নিয়েছেন জানসেন। ম্যাচের সেরা হওয়ার দাবিদার তিনি। সঞ্চালক তথা দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার শন পোলক এ নিয়ে প্রশ্ন করলে হাসতে হাসতে জানসেন বলেন, “আমি তো তোমার মতোই হতে চাই শন। দিনটা ভাল কেটেছে আমার। তবে বল যখন সে ভাবে ঘুরছিল না, তখন স্পিনারেরা বিপক্ষকে বেশ চাপে রেখেছে।”