ভারতীয় ফুটবল দল। —ফাইল চিত্র।
আবার ফিফা র্যাঙ্কিংয়ে ১০০র মধ্যে ঢুকে পড়ল ভারতীয় ফুটবল দল। ভারতের সঙ্গে যৌথভাবে ৯৯এ রয়েছে লিবিয়া। ১০০তে নেই কোনও দেশ। ১০১এ আবার রয়েছে কাতার আর জর্জিয়া। ফেব্রুয়ারিতে বাড়তি ছয় রেটিং পয়েন্ট পেয়ে তিনধাপ উঠে এসেছে ভারত। ভারতের রেটিং পয়েন্ট ৩৩৯। এশিয়া র্যাঙ্কিংয়ে ভারত রয়েছে ১৪ নম্বরে।
২০১৮তে এখনও কোনও আন্তর্জাতিক ম্যাচ এখনও খেলেনি ভারত। গত নভেম্বরে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচে ফিরতি লেগে মায়ানমারের বিরুদ্ধে ২-২ ড্র করেছিল ভারত। যদিও তার আগেই এএফসি কাপের যোগ্যতা অর্জন করে নিয়েছে। ২৭ বছর আবার এশিয়া কাপ খেলবে ভারতীয় ফুটবল দল।
স্টিফেন কনস্টানটাইনের কোচিংয়ে প্রথম থেকেই সাফল্যের মুখ দেখেছে ভারত। ২৭ মার্চ ২০১৯ এএফসি এশিয়ান কাপের ম্যাচে কিরঘিজস্তানের বিরুদ্ধে খেলতে হবে ভারতকে। ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে জার্মানি। দ্বিতীয় স্থানে ব্রাজিল। তিনে পর্তুগাল। চারে আর্জেন্তিনা ও পাঁচে বেলজিয়াম।
আরও পড়ুন
চ্যাম্পিয়ন্স লিগ: মেসির জোড়া গোলে শেষ আটে বার্সেলোনা
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy