Advertisement
১৯ এপ্রিল ২০২৪
ICC

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রইল ভারত, কোহালিও

আইসিসি টেস্ট ক্রম তালিকাতেও বাইশ গজে কোহালিদের দুরন্ত পারফরমেন্সের স্পষ্ট প্রতিফলন। সোমবার প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে, ভারত প্রত্যাশামতোই ধরে রেখেছে শীর্ষস্থান। সংগৃহীত পয়েন্ট ১১৬।

আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষেই রইলেন কোহালি। ছবি: পিটিআই।

আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষেই রইলেন কোহালি। ছবি: পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮ ১৭:৫০
Share: Save:

ভারতীয় ক্রিকেটে এই ঘোর শীতেও যেন ফুরফুরে বসন্ত! অস্ট্রেলিয়ায় চার টেস্টের সিরিজ খেলতে গিয়ে বিরাট কোহালিরা রয়েছেন দুর্দান্ত ছন্দে। রবিবার মেলবোর্নে তৃতীয় টেস্ট জেতার পর আপাতত ২-১ এগিয়ে ভারত। আইসিসি টেস্ট ক্রম তালিকাতেও বাইশ গজে কোহালিদের দুরন্ত পারফরমেন্সের স্পষ্ট প্রতিফলন। সোমবার প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে, ভারত প্রত্যাশামতোই ধরে রেখেছে শীর্ষস্থান। সংগৃহীত পয়েন্ট ১১৬।

অন্যদিকে, ভারতীয় অধিনায়ক বিরাট কোহালিও রয়েছেন ব্যাটসম্যানদের তালিকায় সবার ওপরে। চলতি বর্ডার-গাওস্কর ট্রফিতে এখনও পর্যন্ত কোহালির নামের পাশে একটিই শতরান। মেলবোর্নে খেলেছেন ৮২ রানের ঝকঝকে ইনিংস। তা সত্বেও আগের ক্রম তালিকার চাইতে কোহালি ৩ পয়েন্ট খুইয়েছেন।

এরপরেও দেখা যাচ্ছে, দু’নম্বরে থাকা নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের চেয়ে এগিয়ে রয়েছেন ৩৪ পয়েন্টে। কোহালির ঝুলিতে ৯৩১ পয়েন্ট। উইলিয়ামসনের সংগ্রহে ৮৯৭। ব্যাটসম্যানদের তালিকায় প্রথম পাঁচে রয়েছেন চেতেশ্বর পূজারাও। চতূর্থ স্থানটি ধরে রেখেছেন সৌরাষ্ট্রের এই মিডল অর্ডার ব্যাটসম্যান। ঋষভ পন্থ দশ ধাপ এগিয়ে রয়েছেন ৩৮ নম্বরে। এমসিজি টেস্টে অভিষেককারী ময়ঙ্ক আগরওয়াল রয়েছেন ৬৭ নম্বরে।

আরও পড়ুন: সিডনিতে রোহিতের পরিবর্তে প্রথম এগারোয় কে, শুরু জল্পনা

আরও পড়ুন: কী ভাবে ছোটবেলায় বালির উপরে খেলার স্মৃতি মাহিকে ফিরিয়ে দিলেন জিভা?

বোলারদের মধ্যে সবচেয়ে চোখে পড়ার মতো অগ্রগতি হয়েছে জসপ্রীত বুমরার। মেলবোর্ন টেস্টে কোহালিদের স্মরণীয় জয়ের নেপথ্যে বড় ভূমিকা নিয়েছিলেন বুমরা। দু’ইনিংস মিলিয়ে ৯ উইকেট দখল করেছেন। ছিনিয়ে নিয়েছেন ম্যাচের সেরার পুরস্কারও। আইসিসি টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে ১২ ধাপ উঠে এসেছেন তিনি। ২৮ নম্বর থেকে এগিয়ে এসে আপাতত বুমরা ১৬ নম্বর স্থানে। ভারতীয় বোলারদের মধ্যে বুমরাই ক্রম তালিকায় এখন সবচেয়ে এগিয়ে। এরপর ২৩ নম্বরে রয়েছেন মহম্মদ শামি।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল ,টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE