Advertisement
E-Paper

ক্যারিবিয়ান বোর্ডের কাছে ৪০০ কোটি ক্ষতিপূরণ চায় ভারত

দশ নয়। পঞ্চাশ নয়। একেবারে চারশো কোটি। ক্যারিবিয়ান টিমের বিদ্রোহে সিরিজের মাঝপথে ওয়েস্ট ইন্ডিজের দেশে ফিরে যাওয়ার মাসুল এটাই দিতে হতে পারে। যা খবর, ভারতীয় বোর্ডের পক্ষ থেকে ক্ষতিপূরণ হিসেবে চারশো কোটি টাকা চাওয়া হবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কাছে। ২১ অক্টোবর হায়দরাবাদে পরপর দুটো বৈঠকে বসছে বোর্ড। প্রথমে আইপিএল গভর্নিং কাউন্সিলের মিটিং।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৪ ০২:৪৬
হঠাত্‌ ছুটিতে ধোনির ঘরে ফেরা। রবিবার রাঁচিতে। ছবি: পিটিআই

হঠাত্‌ ছুটিতে ধোনির ঘরে ফেরা। রবিবার রাঁচিতে। ছবি: পিটিআই

দশ নয়। পঞ্চাশ নয়। একেবারে চারশো কোটি।

ক্যারিবিয়ান টিমের বিদ্রোহে সিরিজের মাঝপথে ওয়েস্ট ইন্ডিজের দেশে ফিরে যাওয়ার মাসুল এটাই দিতে হতে পারে। যা খবর, ভারতীয় বোর্ডের পক্ষ থেকে ক্ষতিপূরণ হিসেবে চারশো কোটি টাকা চাওয়া হবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কাছে।

২১ অক্টোবর হায়দরাবাদে পরপর দুটো বৈঠকে বসছে বোর্ড। প্রথমে আইপিএল গভর্নিং কাউন্সিলের মিটিং। পরে জরুরি ওয়ার্কিং কমিটির। যেখানে সিএবির প্রতিনিধি হিসেবে যাচ্ছেন সুবীর গঙ্গোপাধ্যায়। এখনও পর্যন্ত যা ঠিক, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের সঙ্গে তাদের বোর্ডকেও যাতে শাস্তির মুখে ফেলা যায়, সে ব্যাপারেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ওই বৈঠকে। দু’তিন রকম মত পাওয়া যাচ্ছে শাস্তি প্রদান নিয়ে। এক, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের আইপিএল থেকে নির্বাসিত করে দেওয়া। দুই, আগামী তিন বছরের জন্য ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কোনও রকম সিরিজ না খেলা। আর তিন, বড় অঙ্কের জরিমানা ঠিক করে আইসিসির কাছে আবেদন করা, ওয়েস্ট ইন্ডিজ বোর্ড যাতে ভারতীয় বোর্ডকে সেটা দিয়ে দেয়।

রবিবার বোর্ডের কেউ কেউ বলছিলেন, জরিমানা দিতে ওয়েস্ট ইন্ডিজ বাধ্য হবে। কারণ ভারতীয় বোর্ডের সঙ্গে যদি তাদের সম্পর্ক তলানিতে এসে দাঁড়ায়, ক্ষতিটা ওয়েস্ট ইন্ডিজের। আরও বলা হচ্ছে, আইসিসির টেবিলেও ওয়েস্ট ইন্ডিজের সহানুভূতি পাওয়ার সম্ভাবনা কম। কারণ প্রমাণ হয়ে গিয়েছে, ক্রিকেটারদের উপর ক্যারিবিয়ান বোর্ডের কোনও নিয়ন্ত্রণই নেই। ভারতে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ ছাড়াও একটা টি-টোয়েন্টি এবং তিন টেস্টের সিরিজ খেলার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু নিজেদের বোর্ডের সঙ্গে আর্থিক চুক্তি নিয়ে গণ্ডগোলের কারণে ধর্মশালা ম্যাচ খেলেই তারা দেশে ফিরে যায়। যে কারণে ভারতীয় বোর্ডকে সতেরোটা ম্যাচের দিনের (তিন টেস্ট মিলিয়ে পনেরো দিন, টি-টোয়েন্টি ও ইডেনে পঞ্চম ওয়ান ডে মিলিয়ে দু’দিন) আয় খোয়াতে হয়েছে।

শুধু ভারতীয় বোর্ডই নয়, ম্যাচ আয়োজক সংস্থাদেরও একই অবস্থা। সিএবির যেমন সোমবারের ম্যাচ না হওয়ায় পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতি হল। বিক্রি হয়ে যাওয়া টিকিটের দামও ফেরাতে হচ্ছে। যাঁরা টিকিট কিনেছেন, তাঁরা আগামী সোমবার থেকে সাত দিন সময় পাবেন টিকিট দেখিয়ে মূল্য ফেরত নেওয়ার। শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন ওয়ান ডের বাজেট দেখেশুনে তৈরি করছে সিএবি। কারণ বোর্ড শেষ পর্যন্ত এই ক্ষতিপূরণ দেবে কি না, নিশ্চিত নয়। তারাই তো এখন ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের কাছে ক্ষতিপূরণ চাওয়ার কথা ভাবছে। বোর্ড সচিব সঞ্জয় পটেল বলেছেন, “আমরা পুরো ব্যাপারটা আমাদের আইনি বিভাগকে বলেছি। ওরা ২১ তারিখের মধ্যে জানাবে, কী ভাবে ক্ষতিপূরণটা চাওয়া উচিত। ওয়েস্ট ইন্ডিজ আমাদের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করেছে। এখন ওরা যদি নিজেদের সমস্যার জন্য সিরিজ না খেলে ফিরে যায়, তা হলে ক্ষতিপূরণ তো দিতেই হবে। আইনি বিভাগ কী বলে দেখি, তার পর ওয়ার্কিং কমিটি বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।” শোনা যাচ্ছে ওই একই দিনে আইপিএল গভর্নিং কাউন্সিলেও ঠিক হতে পারে, আইপিএলে ক্যারিবিয়ান প্লেয়ারদের নিয়ে কী করা হবে।

এ সবের মধ্যে শ্রীলঙ্কা আবার নতুন দাবি তুলে দিল। ভারতীয় বোর্ডের অনুরোধে কয়েক ঘণ্টার মধ্যে ওয়ান ডে সিরিজ খেলতে রাজি হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা বোর্ড। এখন তারা চাইছে, ভারত তাদের দেশে এসে একটা টেস্ট সিরিজ খেলুক। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বক্তব্য, ভারতে তাদের তিন টেস্টের সিরিজ খেলার জন্য আসার কথা ছিল ২০১৫-র অগস্টে। এখন শ্রীলঙ্কা বোর্ড বলছে, পরিবর্তিত পরিস্থিতিতে এ বছরই যখন তারা ভারতে চলে আসছে, ভারত তা হলে ২০১৫ অগস্টে শ্রীলঙ্কা আসুক। তবে ভারতীয় বোর্ডের পক্ষ থেকে এই নিয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

compensation bcci west indies India claim damages 400 crore Cricket Board sports new online sports news
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy