কেটে গেল এক বছর! গত বছরের ২২ নভেম্বর গোলাপি স্রোতে ভেসে গিয়েছিল ইডেন গার্ডেন্স। গোলাপি বলে ভারতের প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচ শুরু হয়েছিল ক্রিকেটের নন্দনকাননে। ৩ দিনেই শেষ হয়ে গিয়েছিল ঐতিহাসিক সেই টেস্ট। বাংলাদেশকে ইনিংস ও ৪৬ রানে হারিয়েছিল টিম ইন্ডিয়া। দু'ম্যাচের টেস্ট সিরিজ ভারত জিতে নিয়েছিল ২-০ ফলে।
গোলাপি বলের টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে ভারতীয় পেসারদের সামলাতে পারেনি মুমিনুল হকের দল। বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়ে গিয়েছিল ১০৬ রানে। ৩০.৩ ওভারের বেশি ব্যাটই করতে পারেননি মাহমুদুল্লাহরা। প্রথম ইনিংসে ইশান্ত শর্মা ৫টি উইকেট নেন। জবাবে ভারত প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৪৭ রান করে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। বিরাট কোহালি ১৩৬ রানের ইনিংসে মন ভরিয়ে দেন ক্রিকেটপ্রেমীদের। কোহালির ব্যাটিং দেখে মনেই হয়নি পিঙ্ক বলে জুজু রয়েছে। চেতেশ্বর পূজারা করেছিলেন ৫৫ রান, অজিঙ্কে রাহানে করেন ৫১ রান।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে অবশ্য প্রথম ইনিংসের থেকে ভাল দেখিয়েছিল। তবে ভারতীয় বোলারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন একমাত্র মুশফিকুর রহিম। ৭৪ রান করেছিলেন তিনি। বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ১৯৫ রানে। ইনিংসে হারের লজ্জা সঙ্গী হয় বাংলাদেশের। দ্বিতীয় ইনিংসে দাপট দেখান উমেশ যাদব (৫-৫৩) ও ইশান্ত শর্মা (৪-৫৬)। ৯ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন ইশান্ত শর্মা।