Advertisement
২০ এপ্রিল ২০২৪
Sports News

সচিনকে পর্দায় দেখে উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেট দল

রাত পোহালেই বিরাটদের মাথায় ঢুকে পড়বে চ্যাম্পিয়ন্স ট্রফির ভুত। তার আগে একটু হালকা মেজাজেই কাটাল পুরো দল। বরং বলা যায় ভারতীয় ক্রিকেটের আইকন সচিন তেন্ডুলকরময় দিন কাটল ভারতীয় ক্রিকেট দল।

সচিনের সিনেমা দেখে উচ্ছ্বসিত যুবরাজ মাতলেন নাচে। ছবি: পিটিআই।

সচিনের সিনেমা দেখে উচ্ছ্বসিত যুবরাজ মাতলেন নাচে। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ মে ২০১৭ ২২:২৭
Share: Save:

রাত পোহালেই বিরাটদের মাথায় ঢুকে পড়বে চ্যাম্পিয়ন্স ট্রফির ভুত। তার আগে একটু হালকা মেজাজেই কাটাল পুরো দল। বরং বলা যায় ভারতীয় ক্রিকেটের আইকন সচিন তেন্ডুলকরময় দিন কাটল ভারতীয় ক্রিকেট দল। পুরো দল ইংল্যান্ডের উদ্দেশে উড়ে যাওয়ার আগে সচিনের জীবন নিয়ে সিনেমায় জমে গেল ভারতীয় টিমের দিন। যুবরাজ সিংহ তো সিনেমা শেষে নাচে মাতলেন। সঙ্গে চলল সেলফি।

আরও খবর: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধোনি-যুবরাজের অভিজ্ঞতাই বাজি বিরাটের

সচিনই পুরো দলকে নিমন্ত্রণ জানিয়েছিলেন । চেয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগে তাঁর সিনেমা দেখে যাক দল। তেমনটাই হল। বিরাট কোহালি থেকে মহেন্দ্র সিংহ ধোনি সকলেই দারুণ উপভোগ করলেন ‘সচিন আ বিলিয়ন ড্রিমস’ । মুম্বইয়ের ভরসোভায় এক পেক্ষাগৃহে স্বয়ং উপস্থিত ছিলেন সচিন। এর পর অনেকেই তাঁদের অভিজ্ঞতা ভাগাভাগি করে নিলেন সোশ্যাল মিডিয়ায়। যুবরাজ লিখলেন ‘মাস্টারের প্রিমিয়ারে আছি। শুভেচ্ছা।’

✌️

এর আগে ভারতীয় সেনাবাহিনীর জন্য এর ছবি বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছিলেন সচিন। সিনেমা শেষে গ্রুপ ছবি তোলা হল পুরো ক্রিকেট টিমের। ধোনি টুইট করেন ‘ভারতীয় ক্রিকেট দল সচিনের সিনেমা দেখতে এসেছে।’ হেড কোচ অনিল কুম্বলে লেখেন ‘আমি ক্রিকেট কমিটির মিটিংয়ের জন্য লন্ডনে। দেখা হল না। শুভেচ্ছা থাকল।’ ২৬ মে মুক্তি পাবে এই ছবি।

সচিনই পুরো দলকে নিমন্ত্রণ জানিয়েছিলেন । চেয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগে তাঁর সিনেমা দেখে যাক দল। তেমনটাই হল। বিরাট কোহালি থেকে মহেন্দ্র সিংহ ধোনি সকলেই দারুণ উপভোগ করলেন ‘সচিন আ বিলিয়ন ড্রিমস’ । মুম্বইয়ের ভরসোভায় এক পেক্ষাগৃহে স্বয়ং উপস্থিত ছিলেন সচিন। এর পর অনেকেই তাঁদের অভিজ্ঞতা ভাগাভাগি করে নিলেন সোশ্যাল মিডিয়ায়। যুবরাজ লিখলেন ‘মাস্টারের প্রিমিয়ারে আছি। শুভেচ্ছা।’

✌️

এর আগে ভারতীয় সেনাবাহিনীর জন্য এর ছবি বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছিলেন সচিন। সিনেমা শেষে গ্রুপ ছবি তোলা হল পুরো ক্রিকেট টিমের। ধোনি টুইট করেন ‘ভারতীয় ক্রিকেট দল সচিনের সিনেমা দেখতে এসেছে।’ হেড কোচ অনিল কুম্বলে লেখেন ‘আমি ক্রিকেট কমিটির মিটিংয়ের জন্য লন্ডনে। দেখা হল না। শুভেচ্ছা থাকল।’ ২৬ মে মুক্তি পাবে এই ছবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE