নামিবিয়াকে ১৩-০ ব্যবধানে উড়িয়ে দিল ভারত। মহিলাদের জুনিয়র বিশ্বকাপ হকিতে সবচেয়ে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিল ভারত। হ্যাটট্রিক করেন হিনা বানু এবং কনিকা সিওয়াচ।
বড় জয় দিয়ে বিশ্বকাপ শুরু করল ভারতের ছোটদের (মহিলা) হকি দল। তৈরি হল ইতিহাসও। এর আগে কখনও এত বড় ব্যবধানে জয় পায়নি ভারতের ছোটদের (মহিলা) হকি দল। এক পেশে ম্যাচে শুরু থেকেই দাপট ছিল ভারতীয়দের। ম্যাচের অধিকাংশ সময় বল ঘোরাফেরা করেছে নামিবিয়ার অর্ধে। তবে প্রথম গোলের জন্য ভারতীয়দের অপেক্ষা করতে হয় ১০ মিনিট।
আরও পড়ুন:
ভারতের হয়ে প্রথম গোল করেন সাক্ষী রানা। ১২ মিনিটে ২-০ গোলে এগিয়ে দেন কনিকা। এর পর ১৪ মিনিটে পর পর দু’টি গোল করেন বিনিমা ধান এবং সোনম। প্রথম কোয়ার্টারের শেষ ৫ মিনিটের মধ্যে ০-৪ ব্যবধানে পিছিয়ে পড়ে নামিবিয়ার খেলোয়াড়েরা হাল ছেড়ে দেন এক রকম। তাতে অবশ্য ভারতীয় দল আগ্রাসী হকি থেকে সরে আসেনি। প্রথমার্ধে ৭-০ গোলে এগিয়ে যায় ভারত। ম্যাচের শেষ মিনিটেও গোল করেছেন মনীষা। ভারতের হয়ে দু’টি গোল করেছেন সাক্ষী। গোল করেছেন সাক্ষী শুক্ল, ইশিকাও।