সিডনিতে রবিবার বিরাট কোহালির দল যতই ওয়ানডে সিরিজ হেরে যাক, অন্তত একজন ভারতীয় সমর্থককে দেখাল খুশি। অজি বান্ধবী তাঁর প্রস্তাবে সবার সামনেই ‘হ্যাঁ’ বলেছেন যে।
তখন ভারতীয় ইনিংসের ২০ ওভার। ২ উইকেটে বোর্ডে উঠেছে ১২৬ রান। শ্রেয়াস আইয়ারের সঙ্গে জুটি বেঁধে রান তাড়া করার লক্ষ্যে এগোচ্ছেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। আর সেই সময়ই লাইভ ক্যামেরার ফোকাস মাঠ ছেড়ে গেল গ্যালারিতে।
দেখা গেল ভারতীয় জার্সি পরা এক সমর্থক অজি গার্লফ্রেন্ডকে হাঁটু গেড়ে বসে আংটি দিয়ে প্রোপোজ করছেন। এবং জবাবের অপেক্ষা করছেন। শেষ পর্যন্ত ইতিবাচক উত্তর আসে। দু’জনে জড়িয়ে ধরে চুম্বন করেন। সঙ্গে সঙ্গে চেঁচিয়ে ওঠে গোটা মাঠ।
আরও পড়ুন: সন্তানের জন্মের জন্য ফিরে আসার অনুমতি চাইনি: গাওস্কর
আরও পড়ুন: সিডনিতে সেঞ্চুরি, প্রথম অজি হিসাবে ভারতের বিরুদ্ধে রেকর্ড স্মিথের