Advertisement
১৮ মে ২০২৪

মাতোসের বদলে যুব দলে স্বদেশি কোচ

স্পেন সফররত অনূর্ধ্ব ২০ দলের কোচ ফ্লয়েড পিন্টোকেই যুব দলের দায়িত্ব দেওয়া হল।

ফ্লয়েড পিন্টো

ফ্লয়েড পিন্টো

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৮ ০৪:৫৯
Share: Save:

লুইস নর্টন দে মাতোসের বদলি হিসাবে কোনও বিদেশি কোচ নয়, স্বদেশী কোচের উপরই আস্থা রাখল ফেডারেশনের টেকনিক্যাল কমিটি।

স্পেন সফররত অনূর্ধ্ব ২০ দলের কোচ ফ্লয়েড পিন্টোকেই যুব দলের দায়িত্ব দেওয়া হল। মাতোস অনূর্ধ্ব ১৭ দলের কোচ থাকার সময় অনূর্ধ্ব ১৯ দল দেখতেন ইঞ্জিনিয়ারিং পাশ করেও ফুটবলের কোচিংয়ে চলে আসা ফ্লয়েড। আই লিগে এ বার ফেডারেশনের যে যুব দল খেলবে সেই ইন্ডিয়ান অ্যারোজকে কোচিং করাবেন ফ্লয়েড। দিল্লির ফুটবল হাউসে বুধবার টেকনিক্যাল কমিটির সভার পর চেয়ারম্যান শ্যাম থাপা ফোনে বলে দিলেন, ‘‘মাতোসের সহকারী হিসাবে ফ্লয়েড কাজ করেছেন বলে আমরা আর বিদেশি কোচের দিকে ঝুঁকিনি। আপাতত তাঁকেই রেখে দেওয়া হয়েছে।’’

তিনি জানিয়ে দেন, সঞ্জয় সেন এবং বিশ্বজিৎ ভট্টাচার্যের নামও সভায় উঠেছিল। ‘‘সঞ্জয়কেই সবাই চাইছিল। কিন্তু ও তো এটিকের সঙ্গে চুক্তি করে ফেলেছে তাই ওকে নেওয়া গেল না,’’ বললেন শ্যাম। ফ্লয়েডের সহকারী হিসাবে প্রাক্তন ফুটবলার মহেশ গাউলির নাম উঠেছিল। গোয়ার ছেলে দেশের সফলতম ডিফেন্ডারের কোচিং অভিজ্ঞতা পরখ না করে তাঁকে চূড়ান্ত করতে চাননি কমিটির সদস্যরা। তাঁরা আরও কিছু নাম চেয়েছেন ফেডারেশনের কাছে। দু’তিন দিনের মধ্যেই তা দেখে সিদ্ধান্ত নিতে চায় কমিটি।

এ দিকে মুম্বইতে দু’দিন ব্যাপী ভারতীয় কোচেদের সম্মেলন শেষ হল মঙ্গলবার। ফেডারেশন ও ফুটবল কোচেস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে হওয়া এই সম্মেলনে যোগ দিলেন ডেরেক পেরিরা, সঞ্জয় সেন, বাস্তব রায়-সহ দেশের প্রায় তিনশো কোচ। আই লিগ জয়ী কোচ মিনার্ভা পঞ্জাবের কোচ খগেন সিংহ, মেয়েদের সফল কোচ শুক্লা দত্ত, মোহনবাগানের গোলকিপার কোচ অর্পন দে-সহ কয়েক জনকে পুরস্কৃত করা হয়। বিশেষ পুরষ্কার দেওয়া হয় প্রদীপ বন্দ্যোপাধ্যায়কে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football I league 2018
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE