Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Australia vs India

কনকাশন বিতর্ক, আইসিসি নিরপেক্ষ ডাক্তার রাখুক: মার্ক ওয়া

কনকাশন সাব বিতর্কে মুখ খুললেন মার্ক ওয়া।

জাডেজার পরিবর্তে চহালের নামার প্রতিবাদ করেছিলেন অজি কোচ ল্যাঙ্গার। ছবি টুইটার থেকে নেওয়া।

জাডেজার পরিবর্তে চহালের নামার প্রতিবাদ করেছিলেন অজি কোচ ল্যাঙ্গার। ছবি টুইটার থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
সিডনি শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২০ ২০:৩৭
Share: Save:

রবীন্দ্র জাডেজা কনকাশনের জন্য টি-টোয়েন্টি সিরিজ থেকেই ছিটকে গেছেন। তবু প্রথম টি-টোয়েন্টি ম্যাচে তাঁর বদলে কনকাশন সাব হিসেবে যুজবেন্দ্র চহালের নামাটা কিছুতেই হজম হচ্ছে না অস্ট্রেলীয়দের। প্রাক্তন ক্রিকেটার মার্ক ওয়া মনে করছেন, আইসিসি-র উচিত নিরপেক্ষ ডাক্তার নিয়োগ করা।

ওয়া বলেন, ‘‘কনকাশন সাব নেওয়া যাবে কিনা, সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার মনে হয় আইসিসি-র উচিত দলগুলির সঙ্গে নিরপেক্ষ দেশের ডাক্তার রাখা। ভারতীয় দলের ডাক্তার জাডেজার ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েছেন। আমি একবারও বলছি না, উনি ভুল করেছেন। কিন্তু তবু বলছি, আইসিসি এবার থেকে নিরপেক্ষ মেডিক্যাল অফিসার বা ডাক্তার রাখুক। না হলে নিরপেক্ষ সিদ্ধান্ত নাও হতে পারে।’’

শুক্রবার ক্যানবেরায় সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মিচেল স্টার্কের বল হেলমেটে লাগার পর রবীন্দ্র জাডেজা আর মাঠে নামতে পারেননি। ভারতীয় দলের চিকিৎসক তাঁকে পরীক্ষা করার পর জানান, জাডেজার কনকাশন রয়েছে। এরপর নিয়ম অনুযায়ী যুজবেন্দ্র চহাল নামেন। চহাল ৪ ওভার বল করে ২৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। ভারত ১১ রানে জেতে। তিনিই ম্যাচের সেরা হন।

আরও পড়ুন: হার্দিকের ম্যান অফ দ্য ম্যাচ নটরাজন​

আরও পড়ুন: ওয়ানডের বদলা টি-টোয়েন্টিতে, ১ ম্যাচ বাকি থাকতেই সিরিজ কোহালিদের​

জাডেজার বদলে চহালের নামা নিয়ে অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গারকে দেখা যায় ম্যাচ রেফারি ডেভিড বুনের সঙ্গে দীর্ঘক্ষণ হাত নেড়ে কথা বলছেন। অস্ট্রেলিয়া দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ বুঝিয়ে দেন, তিনি এই সিদ্ধান্তে খুব একটা খুশি হতে পারেননি। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার টম মুডিও সমালোচনা করেন। এরপর মুখ খুললেন মার্ক ওয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE