চেন্নাইয়ে প্রথম টেস্টে পাঁচ উইকেট। এরপর নিজের ঘরের মাঠ মোতেরাতেও বল হাতে ভেলকি দেখালেন অক্ষর পটেল। ইংল্যান্ডের ব্যাটসম্যানদের নাকানি-চোবানি খাইয়ে ৩৮ রানে ৬ উইকেট তুলে নিলেন তিনি। নাম লেখালেন কিংবদন্তি পেসার মহম্মদ নিসার এবং স্পিনার নরেন্দ্র হিরওয়ানির পাশে।
প্রথম দুই টেস্টের দুটিতেই পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড এতদিন ছিল এই দুই ভারতীয় বোলারের দখলেই। ১৯৩২-এর জুনে অভিষেক হয় নিসারের। ১৯৩৩-এর ডিসেম্বরে জীবনের দ্বিতীয় টেস্টে ফের পাঁচ উইকেট নেন তিনি।
ভারতীয় দলের হয়ে অভিষেক হয় ১৯৮৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সেই ম্যাচে দুটি ইনিংসেই আটটি করে উইকেট পেয়েছিলেন হিরওয়ানি। একই বছরে জীবনের দ্বিতীয় টেস্ট খেলতে নামেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে। সেই ম্যাচে ৫৯ রানে ৬ উইকেট নেন। ভারত জেতে ১৭২ রানে।