প্রথম দিনেই ‘মুখ পুড়ল’ নরেন্দ্র মোদী স্টেডিয়ামের। সকালে জাঁকজমক করে উদ্বোধনের পর প্রথম পরীক্ষাতেই কার্যত ব্যর্থ প্রধানমন্ত্রীর রাজ্যের স্টেডিয়াম। সূর্যালোক থেকে তখন সবে গোধূলিতে প্রবেশ করছে খেলা। ধীরে ধীরে এক এক করে জ্বলে উঠছিল স্টেডিয়ামের আলোগুলি। এর মাঝেই আচমকা স্টেডিয়ামের একাংশ অন্ধকার হয়ে যায়। নিভে যায় আলো। বেগতিক দেখে খেলা কিছুক্ষণের জন্য থামিয়ে দেন আম্পায়াররা। তবে এলইডি আলো হওয়ায় এ যাত্রা বড় লজ্জার হাত থেকে বাঁচা গিয়েছে। সঙ্গে সঙ্গেই নিভে যাওয়া অংশের আলো জ্বলেছে।
রসিকতা করে অনেকে বলছেন, মোতেরার নতুন স্টেডিয়াম এক 'ত্র্যহস্পর্শ'-এ আচ্ছন্ন। নাম নরেন্দ্র মোদী স্টেডিয়াম। উইকেটের ২ প্রান্তের নাম আদানি এবং রিলায়্যান্সের নামে। প্রথম দিনে বিদ্যুৎ বিভ্রাট ঘটবে এ আর নতুন কী।
এ দিন সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন জো রুট। গোলাপি বলের টেস্ট শুরুর আগে বিরাট কোহালিও বৈদ্যুতিক আলো নিয়ে একরাশ উদ্বেগ প্রকাশ করেছিলেন। সূর্যাস্তের পর ফিল্ডিং করার সময় এই আলোয় অসুবিধা হতে পারে বলে মনে করছেন ভারত অধিনায়ক।