Advertisement
২৭ এপ্রিল ২০২৪
India vs England 2021

পিচ নিয়ে বিতর্ক পাত্তা দিলেন না ইংল্যান্ডের কোচই

আমদাবাদ টেস্ট দু’দিনে শেষ হয়ে যাওয়ার পর ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটাররা ক্রমাগত তোপ দাগছেন।

ক্রিস সিলভারউড।

ক্রিস সিলভারউড। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২১ ০৯:১৯
Share: Save:

পিচ নিয়ে যতই আলোচনা হোক না কেন, তা পাত্তা দিতে নারাজ খোদ ক্রিস সিলভারউডই। ইংল্যান্ডের কোচ জানিয়েছেন, পিচ নিয়ে যাবতীয় বিতর্ক দূরে সরিয়ে আপাতত তাদের লক্ষ্য চতুর্থ টেস্টে জিতে সিরিজে সমতা ফেরানো।

আমদাবাদ টেস্ট দু’দিনে শেষ হয়ে যাওয়ার পর ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটাররা ক্রমাগত তোপ দাগছেন। তবে সিলভারউড বলেছেন, “জো রুট আট রানে পাঁচ উইকেট নিয়েছে। কিন্তু তা সত্ত্বেও বলছি, পিচে যা-ই থাকুক না কেন, ভারত আমাদের থেকে ভাল খেলেছে। আমাদের ক্রিকেটারদের চূড়ান্ত পরীক্ষা নিয়ে, যে অভিজ্ঞতা আগে কোনওদিন আমাদের হয়নি। তবে ভেবেছিলাম পিচ আমাদের আরও সাহায্য করবে।”

পিচ নিয়ে তারা সরকারি ভাবে আইসিসি-কে অভিযোগ জানাতে চলেছেন কি না সে প্রশ্নের জবাবে সিলভারউড বলেছেন, “ড্রেসিংরুমে আমাদের মধ্যে কিছু কথাবার্তা চলছে ঠিকই। তিন দিন বাকি থাকতে টেস্ট শেষ হওয়ায় আমরা হতাশ। কিন্তু পরের ম্যাচের আগে আমরা কী ভাবে ভুল সংশোধন করতে পারি আপাতত সে দিকেই নজর দিতে চাই।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE