Advertisement
২৬ এপ্রিল ২০২৪
England

তৃতীয় টেস্টের পিচ নিয়ে কাউকে দোষ দিতে চান না ইংল্যান্ডের ব্যাটিং কোচ জনাথন ট্র্রট

আমদাবাদের পিচ নিয়ে নালিশ করতে নারাজ ইংল্যান্ডের ব্যাটিং কোচ জনাথন ট্র্রট। নিজেদের ভুলের জন্যই তৃতীয় টেস্ট ম্যাচ হারতে হয়েছে বলে মনে করেন তিনি।

ছবি টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২১ ১৩:৩৮
Share: Save:

আমদাবাদের পিচ নিয়ে নালিশ করতে নারাজ ইংল্যান্ডের ব্যাটিং কোচ জনাথন ট্র্রট। নিজেদের ভুলের জন্যই তৃতীয় টেস্ট ম্যাচ হারতে হয়েছে বলে মনে করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্র্রট বলেন, ‘‘আমার মনে হয়েছে পিচ অনেকটা শুকনো ছিল যা সাধারণত ভারতে দেখা যায় না। আগে এই পিচের সঙ্গে মানিয়ে নেওয়ার দরকার। আমাদের লক্ষ্য ছিল বড় রান করে ভারতকে চাপে ফেলে দেওয়া।’’

তবে কোনো ক্রিকেটারের ঘাড়ে দোষ চাপাতে নারাজ তিনি। ট্র্রট বলেন, ‘‘আমরা যদি ২০০-২৫০ রান প্রথম ইনিংসেই করে ফেলতে পারতাম তাহলে খেলাটা অন্যরকম হতে পারত। দ্বিতীয় ইনিংসে আমাদের ব্যাট করার মানসিকতা অন্যরকম হত। এটা ঠিক এই পিচে বল ঘুরছিল। তবে বল বারবার স্কিড করেছে, যা দুদলের ব্যাটিংয়ের সময়ই আমরা দেখতে পেয়েছি। তাই এটা নিয়ে অজুহাত দেওয়ার কিছু নেই।’’

তিনি আরও বলেন, ‘‘টেস্ট দুদিনে শেষ হোক বা পাঁচ দিনে, মানুষ ভাল খেলা দেখতে আগ্রহী। ব্যাট আর বলের লড়াই দেখতে চান মানুষ। এটা পরিষ্কার যে প্রথম তিন টেস্টে বোলাররাই শাসন করেছেন। এখন দেখার শেষ টেস্টে এর পরিবর্তন হয় কিনা।’’

ইংল্যান্ড ক্রিকেটাররা এখনও দুই টেস্টে হারের দুঃখ ভুলতে পারছেন না। দলের মানসিক অবস্থা নিয়ে ট্র্রটকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘শেষ দুই ম্যাচ নিয়ে আমরা হতাশ। তবে দুটো ম্যাচ দেখেই একটা দল খারাপ এটা বলার কোনও জায়গা নেই। অবশ্যই আমাদের খেলার ধরন নিয়ে আমরা খুশি নই। তবে অনেকেই ভাল খেলেছে। পরের টেস্ট ম্যাচের জন্য আমরা তৈরি হচ্ছি আরও দৃঢ়তার সঙ্গে।’’

গোলাপি বলের সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন এটা মেনে নিয়েও ট্র্রট বলেন, ‘‘গোলাপি বল অনেক বেশি সুইং করে। এর রংও নষ্ট হয় না। তবে আমার মনে হয় এই পিঙ্ক বল টেস্ট চলবে তাই যত তাড়াতাড়ি এর সঙ্গে মানিয়ে নেওয়া যায় ততই মঙ্গল। অ্যাসেজ টেস্টেও গোলাপি বলে খেলা হবে। তাই এই বলে দ্রুত স্বচ্ছন্দ হতে হবে ক্রিকেটারদের।’’

দ্বিতীয় টেস্টে হারের পর তৃতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও তা করতে পারেনি ইংল্যান্ড। তবে ট্র্রট মনে করিয়ে দেন উপমহাদেশে ৮ টির মধ্যে ৬ টি টেস্টে জয় পেয়েছে তাঁর দল। তাই ভেঙ্গে পড়ার কারণ দেখছেন না তিনি।

ভারতীয় দলের প্রশংসা করে তিনি বলেন, ‘‘ভারত খুব ভাল খেলেছে। দুই স্পিনার ভাল বল করেছে। আমাদের দক্ষতা আরও বাড়াতে হবে। তবে ওপরের দিকের ব্যাটসম্যানদের পক্ষে স্পিন খেলা একটু কঠিন হয়। ইংল্যান্ডের ব্যাটসম্যানরা সিম বোলিংয়ে বেশি অভ্যস্ত হন। দ্বিতীয় ও তৃতীয় টেস্টে ভারতীয় দল শুরু থেকেই স্পিনারদের দিয়ে বল করানোয় সমস্যা হয়েছে আমাদের। তবে এই অবস্থা থেকে ছন্দ খুঁজে পেতে হবে আমাদের। পিচের চরিত্র বুঝতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India BCCI England
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE