অস্ট্রেলিয়ার মাটিতে এক নতুন ধরনের পরিকল্পনা করেছিলেন ভারতের ফিল্ডিং কোচ আর শ্রীধর। লেগ সাইডে বার বার অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের ক্যাচ নিয়েছে ভারতীয় দল। সেটাই পরিকল্পনা ছিল শ্রীধরের। অনুশীলনে নিজেই হেলমেট পরে নেমে পড়েছিলেন তিনি। ইংল্যান্ড সিরিজেও সেই পরিকল্পনা থাকছে বলেই জানালেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে বেশ কিছু ভুল হয়েছিল, সেগুলো সেখানেই ঠিক করার দিকে নজর দেওয়া হয়েছিল বলেই জানিয়েছেন শ্রীধর।
শ্রীধর বলেন, “আমরা কাউকে বল ছুঁড়তে বলতাম, হেলমেট পরে আমিই নেমে পরেছিলাম। লেগ সাইডে বলগুলো মারা হতো ক্যাচ ধরার অনুশীলনের জন্য। আমরা বেছে নিয়েছিলাম কোন কোন ফিল্ডার কোথায় দাঁড়াবে। লেগ গালি বা লেগ স্লিপের দিকে ক্যাচ ধরার অনুশীলন করা হতো ওই ভাবে। শর্ট লেগের জন্যও ওই ভাবে অনুশীলন করা হয়েছে।”
অস্ট্রেলিয়া সফরে যদিও বেশ কিছু ক্যাচ পড়েছিল ভারতীয় ফিল্ডারদের হাত থেকে। সেই নিয়ে খুব বেশি ভাবতে রাজি নন শ্রীধর। তিনি বলেন, “রোহিতের হাত থেকে ক্যাচ ফস্কায় না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে টেস্টে সব চেয়ে বেশি ক্যাচ ও নিয়েছে। জাডেজা কী ভাবে স্মিথকে রান আউট করেছে ভোলা যাবে না। রাহানে স্লিপে দারুণ ক্যাচ নিয়েছে। শুভমন ভাল ছাত্র, খুব তাড়াতাড়ি শিখছে ও। ময়াঙ্ক অ্যাডিলেডে একটা ভুল করলেও ভাল ফিল্ডিং করেছে। উইকেটের পিছনে ঋদ্ধিকে নিয়ে কোনও প্রশ্নই তোলা যাবে না। ঋষভ শিখছে। অনুশীলনে ব্যাটিংয়ের থেকে বেশি সময় উইকেটকিপিংয়ে দিচ্ছে ও।” ইংল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পেলে পন্থ যে নিজেকে আরও মেলে ধরার চেষ্টা করবেন সেই বিষয়ে আশাবাদী শ্রীধর।