Advertisement
২০ এপ্রিল ২০২৪
India vs England 2021

সাতে পৌঁছে ইংরেজদের বিরুদ্ধে খাতা খুললেন রোহিত শর্মা

৩৬তম টেস্ট খেলছেন রোহিত। এখনও অবধি সবকটি শতরানই এসেছে দেশের মাটিতে।

শতরানের পর রোহিত শর্মা।

শতরানের পর রোহিত শর্মা। ছবি: টুইটার থেকে

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২১ ১৪:৪৪
Share: Save:

চেন্নাইয়ের মাঠে মইন আলির বলে সুইপ করে দৌড় শুরু করলেন রোহিত শর্মা। অনেকক্ষণ ৯৮ রানে আটকে থাকা রোহিত যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। টেস্ট ক্রিকেটে তাঁর সপ্তম শতরান, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম। প্রায় ১ বছর ৪ মাস পর শতরান করেও শান্ত ‘হিট ম্যান’। বাড়তি উচ্ছ্বাস নেই। শুধু এক বার ব্যাট তুলে ধন্যবাদ জানালেন এত দিন পর মাঠে আসতে পারা দর্শকদের উদ্দেশে। অভিজ্ঞ রোহিত জানেন এই ঘূর্ণি পিচে তাঁকে আরও সময় থাকতে হবে।

৩৬তম টেস্ট খেলছেন রোহিত। এখনও অবধি সবকটি শতরানই এসেছে দেশের মাটিতে। রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিশতরানও রয়েছে তাঁর। ৮ বছর আগে কলকাতায় টেস্ট অভিষেক ঘটে রোহিতের। বরাবরই ইডেন রোহিতকে হাত ভরে দিয়েছে, ব্যতিক্রম ছিল না সে বারও। অভিষেকেই শতরান করেন রোহিত। দ্বিতীয় ম্যাচেও শতরান করেছিলেন তিনি। স্বপ্নের শুরু করলেও, লাল বলের ক্রিকেটে রোহিত যেন একটু পিছিয়ে ছিলেন বাকিদের থেকে। ছবিটা পাল্টে যায় ২০১৯ সালের অক্টোবরে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আবির্ভাব ঘটে ওপেনার রোহিতের। ২ ইনিংসেই শতরান করেন সেই ম্যাচে। বুঝিয়ে দেন লাল বল হোক, বা সাদা বল, ওপেনিংটাই তাঁর জায়গা। চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দলকে চালকের আসনে রেখেছেন রোহিতই। বিরাট কোহালি, শুভমন গিলরা কোনও রান না করে ফিরে গেলে প্রথমে চেতেশ্বর পূজারা, পরে রাহানেকে সঙ্গে নিয়ে ভারতকে এগিয়ে নিয়ে চলেছেন তিনিই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE