অস্ট্রেলিয়া থেকে সিরিজ জিতে দেশে ফিরে বীরের মর্যাদা পেয়েছেন। এবার নিজেকে পাল্টে ফেললেন থাঙ্গারাসু নটরাজন। তামিলনাড়ুর বাঁ হাতি পেসার মাথা কামিয়ে ফেললেন। সেই সঙ্গে মন্দিরে ঈশ্বর দর্শনও করে এলেন।
রবিবার টুইটার হ্যান্ডেলে ছবি পোস্ট করেছেন নটরাজন। দেখা যাচ্ছে, একটি মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি। মাথা সম্পূর্ণ কামানো। কপালে তিলক। কালো টি-শার্ট এবং ডেনিম জিনসে তিনি সুসজ্জিত।
গত ছ’মাসে জীবন অনেকটাই বদলে গিয়েছে নটরাজনের। প্রথমে আইপিএল, এরপর অস্ট্রেলিয়া সফরে তিন ফরম্যাটেই অভিষেক। তাঁর উন্নতি রীতিমতো রূপকথার সামিল। ইংল্যান্ড সিরিজের প্রথম দুই টেস্টে অবশ্য ভারতীয় দলে জায়গা পাননি।
Feeling blessed 🙏🏾 pic.twitter.com/1zKKDS8RZb
— Natarajan (@Natarajan_91) January 31, 2021
কিছুদিন আগে নটরাজন বলেছিলেন, বাঁ হাতি পেসার হওয়ায় তিন ফরম্যাটে অভিষেকে সুবিধা হয়েছে। দীর্ঘদিন ধরেই ভাল বাঁ হাতি পেসারের খোঁজে ছিল ভারত। অনেকেই মনে করছেন, নটরাজন আপাতত সেই জায়গা পূরণ করতে পেরেছেন।