Advertisement
১৮ মে ২০২৪

অভিনব কায়দায় শিখরদের বরণ

শুক্রবার মাউন্ট মাউনগানুইয়ের বে ওভাল স্টেডিয়ামে শিখর ধওয়নদের স্বাগত জানানো হল প্রথাগত নাচের মাধ্যমে।

অভিনব: শুক্রবার সকালে নিউজ়িল্যান্ডের শহর মাউন্ট মাউনগানুইয়ে পৌঁছনোর পরে আদিবাসী সম্প্রদায় স্বাগত জানাচ্ছে ভারতীয় দলকে। টুইটার

অভিনব: শুক্রবার সকালে নিউজ়িল্যান্ডের শহর মাউন্ট মাউনগানুইয়ে পৌঁছনোর পরে আদিবাসী সম্প্রদায় স্বাগত জানাচ্ছে ভারতীয় দলকে। টুইটার

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৯ ০৩:৪৬
Share: Save:

নিউজ়িল্যান্ডের মানুষের কাছে এই শহর পরিচিত ‘কোস্টাল রিসর্ট টাউন’ হিসেবে। যার সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাস এবং নানা ধরনের কল্পকথাও। এখানকার আদিবাসী মাওরি সম্প্রদায়ের দাবি, একটা সময়ে ওতানেওয়াইনুকু নামে বিশাল এক পাহাড় ছিল। যা আদতে ছিল একটি আগ্নেয়গিরি। সেই পাহাড়ের নাম থেকেই শহরের নামকরণ হয়েছে।

শুক্রবার মাউন্ট মাউনগানুইয়ের বে ওভাল স্টেডিয়ামে শিখর ধওয়নদের স্বাগত জানানো হল প্রথাগত নাচের মাধ্যমে। ভারতীয় দল মাঠে পা রাখতেই ‘হাকা’ নৃত্যের তালে নেচে ওঠেন আদিবাসী সম্প্রদায়ের বেশ কিছু প্রতিনিধি। শুধু তাই নয়। ভারতীয় দলের ক্রিকেটারদের প্রত্যেকের সঙ্গে নাকে নাক ঘসে উষ্ণ অভিনন্দনও জানান ওই সম্প্রদায়ের মানুষেরা। যে ছবি পোস্ট করে ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী টুইট করেন, ‘‘অসাধারণ ভাবে স্বাগত জানানো হল। বে ওভালের মানুষদের শুভেচ্ছা জানাচ্ছি আমরাও।’’

নেপিয়ারে প্রথম ওয়ান ডে জিতে দুর্দান্ত ছন্দে থাকা ভারতীয় দল আবারও জয়ের মাধ্যমে এই অভিনব স্বাগতমের জবাব দেন কি না, তার জন্য অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার। তবে তার আগে, শুক্রবার সাংবাদিক বৈঠকে ফুরফুরে মেজাজে থাকা ভারতীয় ওপেনার শিখর ধওয়ন জানিয়ে দেন, ম্যাচের জন্য তাঁরা তৈরি।

শনিবার মাউন্ট মাউনগানুইয়ে দু’দলের জন্য অপেক্ষা করছে মন্থর উইকেট। যেখানে স্পিনারদের সফল হওয়ার সুযোগই বেশি। গত ম্যাচে নিউজ়িল্যান্ড ব্যাটিংয়ের টপ অর্ডারে ভাঙন ধরিয়েছিলেন মহম্মদ শামি। সেই পরিস্থিতির ফায়দা তুলে বিপক্ষ ব্যাটিংয়ে ধস নামান ভারতের দুই রিস্টস্পিনার— কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চহাল। শনিবারের পিচ থেকেও এই স্পিন-জুটির জ্বলে ওঠার সম্ভাবনা থাকছে। সে ক্ষেত্রে অলরাউন্ডারের জায়গায় পরিবর্তন দেখা যেতে পারে। বিজয় শঙ্করের পরিবর্তে বিরাট কোহালি ফিরিয়ে আনতে পারেন রবীন্দ্র জাডেজাকে। ওয়ান ডে ফর্ম্যাটের অন্যতম সেরা অলরাউন্ডার তিনি। বাঁ হাতি স্পিনার হিসেবে বেশি জনপ্রিয় হলেও দ্রুত রান করার কৌশলের সঙ্গে পাল্লা দেয় তাঁর ফিল্ডিং। এই পিচে জাডেজাই কোহালির ‘তুরুপের তাস’ হয়ে ওঠেন কি না, সেটাই দেখার। গত ম্যাচে সহজ জয়ের পরে দলের ব্যাটিং অর্ডার হয়তো বদলাবেন না অধিনায়ক বিরাট। গত ম্যাচে অম্বাতি রায়ডুর ব্যাটিংয়ে সে ভাবে আত্মবিশ্বাসের ছাপ খুঁজে পাওয়া না গেলেও কোহালি হয়তো আরও একটি সুযোগ তাঁকে দিতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE