Advertisement
E-Paper

৫৩ রানে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথম টি২০ জিতল ভারত

ওয়ান ডে সিরিজে নিউজিল্যান্ডকে ২-১ –এ হারানোর পর ঘরের মাঠে টি২০ সিরিজ পকেটে পুরতে মরিয়া ভারতীয় ব্রিগেড। অন্য দিকে, ওডিআই সিরিজে হারের জ্বালা মেটাতে টি২০ সিরিজকেই পাখির চোখ করছে নিউজিল্যান্ড।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৭ ১৯:০৬
শেষ ম্যাচেও অনবদ্য নেহরা। ছবি: এএফপি।

শেষ ম্যাচেও অনবদ্য নেহরা। ছবি: এএফপি।

জয়ের ধারা অব্যাহত রাখল টিম ইন্ডিয়া। ওয়ান ডে সিরিজে নিউজিল্যান্ডকে ২-১ ব্যবধানে হারানোর পর, টি২০ ম্যাচও জয় দিয়ে শুরু করল ভারত। বুধবার ভারতের হয়ে দুরন্ত খেলেন রোহিত শর্মা এবং শিখর ধবন। প্রধানত রোহিত-শিখরের ওপেনিং জুটিই এ দিন শুরু থেকেই ম্যাচের রাশ ধরে।

শুধু ব্যাটিংয়েই নয়, বোলিংয়েও গুঁড়িয়ে দেয় কিউয়িদের ভিত। ভারতের হয়ে দু'টি করে উইকেট নেন চাহাল এবং অক্ষর পটেল। একটি করে উইকেট পান ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরা এবং হার্দিক পাণ্ড্য।

• ২০ ওভারে নিউজিল্যান্ড ১৪৯/ ৮।

• ১৯ ওভারে নিউজিল্যান্ড ১৪২/৮।

• ১৮ ওভারে নিউজিল্যান্ড ১২৬/৮।

• বুমরার বলে আউট হলেন টিম সাউদি(৮)।

আউট...

• ১৬ ওভারে নিউজিল্যান্ড ১০৫/৭।

• আউট হলেন টম লাথাম(৩৯)।

আউট...

• কোহালির থ্রো-এ আউট হেনরি নিকোলস।

• ফের উইকেট হারাল নিউজিল্যান্ড।

আউট...

• ১৪ ওভারে নিউজিল্যান্ড ৯০/৫।

• ১৩ ওভারে নিউজিল্যান্ড ৮৪/৫।

• ফের উইকেট হারাল নিউজিল্যান্ড। আউট হলেন কলিন ডি গ্র্যান্ডহোম।

আউট...

• অক্ষর পটেলের বলে আউট টম ব্রুস(১০)।

আউট...

• ১২ ওভারে নিউজিল্যান্ড ৮০/৩।

• নিজেদের হাতে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে ভারতীয় ব্রিগেড।

• ১০ ওভারে নিউজিল্যান্ড ৬৫/৩।

• হার্দিকর বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন কেন উইলিয়ামসন(২৮)।

• নিজের প্রথম ওভারের প্রথম বলেই ভারতকে উইকেট এনে দিলেন হার্দিক পাণ্ড্য।

আউট...

• ৮ ওভারে নিউজিল্যান্ড ৪৮/২।

• ৬ ওভার শেষে নিউজিল্যান্ড ৩৩/২।

• ৪ ওভারে নিউজিল্যান্ড ১৮/২।

• ভুবনেশ্বরের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন কলিন মুনরো(৭)।

আউট...

• সহজ ক্যাচ মিস করলেন হার্দিক পাণ্ড্য।

• ২ ওভার শেষে নিউজিল্যান্ড ৭/১

• হার্দিকের অনবদ্য ক্যাচ। আউট মার্টিন গপ্তিল(৪)।

• ২০৩ তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারাল কিউয়ি ব্রিগেড।

আউট...

•১ ওভার শেষে নিউজিল্যান্ড ৫/০

ব্যাট হাতে নামল নিউজিল্যান্ড।

• ২০ ওভারে ভারত ২০২/৩

• ২০০ রানের গণ্ডি টপকাল ভারত।

• ১৯ ওভার শেষে ভারত ১৮৫/৩।

• বোল্টের বলে লাথামের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরলেন রোহিত শর্মা(৮০)।

আউট...

• ১৮ ওভার শেষে ভারত ১৭৪/২।

• ফের এক বার ক্যাচ মিস করল নিউজিল্যান্ড। বিরাটের ক্যাচ মিস করলেন মার্টিন গপ্তিল।

• দ্বিতীয় বলেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন হার্দিক পাণ্ড্য(০)।

• ফের এক বার বল হাতে কামাল দেখালেন শোধি।

আউট...

• প্রথম উইকেট হারাল ভারত। শোধির বলে স্ট্যাম্প হয়ে মাঠ ছাড়লেন শিখর ধবন(৮০)।

আউট...

• ১৬ ওভারে ভারত ১৫৮/০।

• ১৫ ওভারে ভারত ১৪০/০।

• বিধ্বংসী মেজাজে শিথর ধবন।

• অর্ধশত রান করলেন রোহিত শর্মা।

• ভারতীয় ওপেনিং জুটির সামনে কার্যত দিশেহারা কিউয়ি বোলাররা।

• ১৩ ওভারে ভারত ১১৪/০।

• ১২ ওভারে ভারত ১০০/০

• ১০০ গণ্ডি টপকাল ভারত।

• অনবদ্য শিখর ধবন। অর্ধ শতরান করলেন ভারতীয় ক্রিকেটের 'গব্বর'।

• ১০ ওভার শেষে ভারত ৮০/০

• ধবন-রোহিত জুটির সামনে অসহায় দেখাচ্ছে কিউয়ি বোলিং লাইনআপকে।

• বিধ্বংসী মেজাজে ভারতীয় দুই ওপেনার শিখর ধবন এবং রোহিত শর্মা।

• ৭ ওভার শেষে ভারত ৫৩/০

• ক্যাচ মিস। রোহিত শর্মার ক্যাচ মিস করলেন টিম সাউদি।

• ৬ ওভার শেষে ভারত ৪৬/০

• নিউজিল্যান্ডের বোলিং পরিবর্তন। বোল্টের পরিবর্তে বলে এলেন মিচেল স্যান্টনার।

• শুরু থেকে ট্রেন্ট বোল্টকে নিশানা রোহিত-শিখর জুটির।

• ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভারতীয় ব্রিগেড।

• ৪ ওভার শেষে ভারত ৩০/৪

• ২ ওভার শেষে ভারত ১৩/০

ভারত:

শিখর ধবন, রোহিত শর্মা, বিরাট কোহালি(অধিনায়ক), শ্রেয়স আইয়ার, এমএস ধোনি(উইকেটরক্ষক), হার্দিক পাণ্ড্য, ভুবনেশ্বর কুমার, অক্ষর পটেল, জসপ্রীত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল, আশিস নেহরা

নিউজিল্যান্ড:

মার্টিন গপ্তিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন(অধিনায়ক), টম ব্রুস, টম লাথাম(উইকেট রক্ষক), হেনরি নিকোলস, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, ইশ সোধি

ওয়ান ডে সিরিজে নিউজিল্যান্ডকে ২-১ –এ হারানোর পর ঘরের মাঠে টি২০ সিরিজ পকেটে পুরতে মরিয়া ভারতীয় ব্রিগেড। অন্য দিকে, ওডিআই সিরিজে হারের জ্বালা মেটাতে টি২০ সিরিজকেই পাখির চোখ করছে নিউজিল্যান্ড। এখন দেখার কোটলায় প্রথম টি২০ জিতে নেহরার বিদায়কে স্মরণীয় করতে পারে কি না ভারতীয় দল।

India New Zealand Feroz Shah Kotla Cricket T20
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy