প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেই ম্যাচে দু’দিন বৃষ্টির জন্য খেলা হল না। আর এতেই আইসিসির ওপর চটেছেন ভি ভি এস লক্ষ্মণ, শেন বন্ড, সঞ্জয় বাঙ্গাররা। তাঁদের দাবি, যত দিনই লাগুক, ৪৫০ ওভারের খেলা হোক।
আইসিসির নিয়মের সঙ্গে একমত নন লক্ষ্মণ। তিনি বলেন, ‘‘খেলাটা ক্রিকেটপ্রেমীদের জন্য। আইসিসির এখানে আরও ভাবা উচিত ছিল। এই ম্যাচে চ্যাম্পিয়ন ঠিক করা জরুরী। যথেষ্ট সময় রয়েছে। আমি আশা করব ৯০ ওভার করে পাঁচ দিনে মোট ৪৫০ ওভার খেলা হবে। টেস্টের ফয়সালা করতে একদিন অতিরিক্ত রাখা থাকলেও এভাবে বৃষ্টি হতে থাকলে ছয় দিনেও এই টেস্টের মীমাংসা হবে না।’’
প্রথম দিনে একটিও বল খেলা হয়নি বৃষ্টির জন্য। দ্বিতীয় ও তৃতীয় দিনে একই কারণে দেরিতে শুরু হয় খেলা। চতুর্থ দিনে ফের বৃষ্টিতে খেলা হয়নি। তাই মোট ৪৫০ ওভার খেলা হওয়া একেবারেই সম্ভব নয়।