Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৪ মে ২০২২ ই-পেপার

URL Copied
Something isn't right! Please refresh.

WTC final 2021: যেভাবেই হোক ফয়সালা চাই, একই সুর বন্ড, লক্ষ্মণ ও বাঙ্গারের গলায়

আইসিসির নিয়মের সঙ্গে একমত নন ভি ভি এস লক্ষ্মণ।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা ২১ জুন ২০২১ ২৩:৫২
Save
Something isn't right! Please refresh.
ভিভিএস লক্ষ্মণ, শেন বন্ড ও সঞ্জয় বাঙ্গার

ভিভিএস লক্ষ্মণ, শেন বন্ড ও সঞ্জয় বাঙ্গার
টুইটার

Popup Close

প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেই ম্যাচে দু’দিন বৃষ্টির জন্য খেলা হল না। আর এতেই আইসিসির ওপর চটেছেন ভি ভি এস লক্ষ্মণ, শেন বন্ড, সঞ্জয় বাঙ্গাররা। তাঁদের দাবি, যত দিনই লাগুক, ৪৫০ ওভারের খেলা হোক।

আইসিসির নিয়মের সঙ্গে একমত নন লক্ষ্মণ। তিনি বলেন, ‘‘খেলাটা ক্রিকেটপ্রেমীদের জন্য। আইসিসির এখানে আরও ভাবা উচিত ছিল। এই ম্যাচে চ্যাম্পিয়ন ঠিক করা জরুরী। যথেষ্ট সময় রয়েছে। আমি আশা করব ৯০ ওভার করে পাঁচ দিনে মোট ৪৫০ ওভার খেলা হবে। টেস্টের ফয়সালা করতে একদিন অতিরিক্ত রাখা থাকলেও এভাবে বৃষ্টি হতে থাকলে ছয় দিনেও এই টেস্টের মীমাংসা হবে না।’’

প্রথম দিনে একটিও বল খেলা হয়নি বৃষ্টির জন্য। দ্বিতীয় ও তৃতীয় দিনে একই কারণে দেরিতে শুরু হয় খেলা। চতুর্থ দিনে ফের বৃষ্টিতে খেলা হয়নি। তাই মোট ৪৫০ ওভার খেলা হওয়া একেবারেই সম্ভব নয়।

Advertisement

শেন বন্ড বলেন, ‘‘দুই দলই জয়ের লক্ষ্যে খেলেছে। বোলারদের জন্য পিচ থেকে অনেক সুবিধা থাকায় তিন অথবা চার দিনেই টেস্টের ফয়সালা করা সম্ভব। বৃষ্টি থামার পর নিউজিল্যান্ড ভাল ব্যাট করতে পারলে তাদের জেতার সুযোগ তৈরি হবে। আমি লক্ষ্মণের সাথে একমত। ৪৫০ ওভার খেলানো হোক, যাতে এই ম্যাচে ফলাফল পাওয়া যায়।’’

দুজনের সঙ্গেই একমত সঞ্জয় বাঙ্গার। তবে ভারতের জেতার সম্ভাবনা কিছুটা বেশি বলে মনে করছেন প্রাক্তন ব্যাটিং কোচ। তিনি বলেন, ‘‘নিউজিল্যান্ডের সামনে চতুর্থ ইনিংসে ১৬০ রানের লক্ষ্য রাখতে পারলে এই ম্যাচে জিততে পারেন বিরাট কোহলীরা। কারণ ১৬০ রান করা এই উইকেটে বেশ কঠিন কাজ।’’

ভারতের ২১৭ রানের জবাবে ২ উইকেট হারিয়ে ১০১ রান করেছে নিউজিল্যান্ড। অধিনায়ক কেন উইলিয়ামসন ব্যাট করছেন ১২ রানে। সঙ্গে রয়েছেন রস টেলর।Something isn't right! Please refresh.

আরও পড়ুন

Advertisement