Advertisement
০২ মে ২০২৪
আশায় মুরলী

দঃ আফ্রিকা সিরিজের দল বাছাই রবিবার

বারবার হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগে জিম্বাবোয়ে আর শ্রীলঙ্কা সিরিজে কয়েকটা ম্যাচে খেলা হয়নি তাঁর। তবে মুরলী বিজয় বলে দিচ্ছেন, আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে পুরোপুরি ফিট হয়ে যাবেন তিনি।

সংবাদ সংস্থা
বেঙ্গালুরু শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০৪:১৩
Share: Save:

বারবার হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগে জিম্বাবোয়ে আর শ্রীলঙ্কা সিরিজে কয়েকটা ম্যাচে খেলা হয়নি তাঁর। তবে মুরলী বিজয় বলে দিচ্ছেন, আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে পুরোপুরি ফিট হয়ে যাবেন তিনি।

বেঙ্গালুরুতে ২১ সেপ্টেম্বর শুরু হয়ে যাচ্ছে ভারতের প্রস্তুতি শিবির। ২ অক্টোবর ধর্মশালায় টি-টোয়েন্টি দিয়ে শুরু হচ্ছে দীর্ঘ দক্ষিণ আফ্রিকা সিরিজ। তার আগে ভারতীয় ওপেনার বলছেন, ‘‘আমার অবস্থার উন্নতি হচ্ছে। সিরিজের আগে পুরো ফিট হয়ে যাব।’’ সঙ্গে তাঁর প্রতিশ্রুতি, ক্রিকেট-বিশ্ব এখনও তাঁর সেরা ফর্ম দেখেনি।

জিম্বাবোয়ের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে হ্যামস্ট্রিংয়ে চোট পান মুরলী। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট না খেলতে পারলেও দ্বিতীয় ম্যাচে ভারতের জয়ের পিছনে তাঁর বড় অবদান রয়েছে। অজিঙ্ক রাহানের সঙ্গে তাঁর পার্টনারশিপই ওই টেস্টে বিরাট কোহলিদের জয়ের ভিত গড়ে দেয়। ‘‘দ্বিতীয় টেস্টের আগে ফিজিওর সঙ্গে কথা বলে ঠিক করেছিলাম যে, ব্যাট করব। কোনও সমস্যা হবে না। কিন্তু ইনিংসের দ্বিতীয় না তৃতীয় ওভারে হ্যামস্ট্রিংয়ে ফের টান ধরল। এক-দু’রান নিতে অসুবিধে হচ্ছিল। তখন অজিঙ্ককে বললাম যে আমি বড় শট খেলছি, ও যেন ইনিংস গড়ার কাজটা করে,’’ বলেছেন মুরলী। তবে দক্ষিণ আফ্রিকা সিরিজে সম্পূর্ণ ফিটনেস নিয়েই নামবেন বলে আশা ভারতীয় ওপেনারের।

আগামী রবিবার, ২০ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং ওয়ান ডে সিরিজের দল বাছতে বেঙ্গালুরুতেই বৈঠকে বসবেন জাতীয় নির্বাচকেরা। পাশাপাশি এ-ও ঘোষণা করা হল যে, ২৯ সেপ্টেম্বর পালমে বোর্ড প্রেসিডেন্ট একাদশ টিমের সঙ্গে একটা ওয়ার্ম আপ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। এয়ার ফোর্স মাঠে ম্যাচটা হবে। বোর্ড প্রেসিডেন্ট দলে কারা খেলবেন, সেটাও ঠিক হবে রবিবারের বৈঠকে।

বেঙ্গালুরুর এক পাঁচতারা হোটেলে রবিবার দুপুর বারোটায় দল নির্বাচনী বৈঠক। যার পরে সাংবাদিক সম্মেলন করবেন প্রধান নির্বাচক সন্দীপ পাটিল এবং বোর্ড সচিব অনুরাগ ঠাকুর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE