শিখর ধবনের ভারতের বিরুদ্ধে টি২০ সিরিজ জেতার পর বড় পুরষ্কার পেতে চলেছেন দাশুন শনকা, ওয়ানিন্দু হাসরঙ্গরা। তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে হারতে হলেও পরের দুই ম্যচে জিতে সিরিজ পকেটে পুরে নেয় তারা। সেই কারণেই প্রায় ৭৫ লক্ষ টাকা (১ লক্ষ ডলার) পুরষ্কার পাচ্ছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্রিকেটার, প্রশিক্ষক ও সহকারীদের এই সাফল্যে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড দারুণ খুশি। এই জয়টা খুব দরকার ছিল।’’
বিবৃতিতে আরও বলা হয়, ‘‘শ্রীলঙ্কার বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ১ লক্ষ ডলার পুরষ্কার হিসেবে দেওয়া হবে সমস্ত ক্রিকেটারদের।’’
Sri Lanka Cricket recognizes the National Team for winning the T20I Series.
— Sri Lanka Cricket
The Executive Committee of Sri Lanka Cricket decided to award a sum of US$ 100,000 for the National team. READ⬇️https://t.co/ZDgGfe53OR(@OfficialSLC) July 30, 2021
শেষ ম্যাচে বড় জয় পায় শ্রীলঙ্কা। হাসরঙ্গ একাই নেন ৪ উইকেট। ভারতকে ৮১ রানে আটকে রাখার অন্যতম কারিগর তিনি। এরপর রান তাড়া করতে নেমে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় তারা।