এই বছরের শেষেই ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কথা ছিল। চুক্তি হয়ে গিয়েছিল অনেক আগেই। কিন্তু ২০০৭ থেকে এই দুই দেশের মধ্যে কোনও ক্রিকেট সম্পর্ক নেই। এ বারও যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলবে না সে ব্যাপারে নিশ্চিত পাক ক্রিকেট বোর্ড। সেই আশঙ্কা থেকে ইতিমধ্যেই বিকল্প দেশের সন্ধানে নেমে পড়েছে বোর্ড। কথা চলছে শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গে। বিসিসিআই ও পিসিবি-র মধ্যে যে চুক্তি সাক্ষরিত হয়েছিল তাতে বলা ছিল পাকিস্তানের মাটিতে এই বছর ডিসেম্বরে পুরো টেস্ট সিরিজ খেলবে দুই দল।
আরও খবর: ভারতকে লড়াইয়ে টিকিয়ে রাখল রাহানে-পূজারার ব্যাট
ভারত অতীতে বার বার এমন প্রস্তাব খারিজ করেছে। এ বারও পাকিস্তানে খেলতে যাবে না বলেই জানিয়ে দিয়েছে ভারত। পিসিবি অবশ্য নিশ্চিত বিরাট কোহালিরা না গেলেও শ্রীলঙ্কা বা বাংলাদেশ খেলতে যাবে তাদের দেশে। বোর্ডের তরফে নাজম শেঠি বলেন, ‘‘আশা করছি এই শীতে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ বা শ্রীলঙ্কাকে খেলতে দেখা যাবে। আমরা ইতিমধ্যেই এই দুই দেশের সঙ্গে কথা বলতে শুরু করেছি। আর পাকিস্তান সুপার লিগ ফাইনাল সাফল্যের সঙ্গে আয়োজন করার পর আরও বেশি আত্মবিশ্বাসী আমরা।’’