Advertisement
০৬ মে ২০২৪
Sports News

তীরন্দাজি বিশ্বকাপে সোনা ভারতের

আইপিএল-আইএসএল বেশি গুরুত্ব পেলেও হকি, কবাডি,তীরন্দাজির মত খেলাগুলি তেমন কল্কে পায় না আমাদের দেশে। কিন্তু, প্রচারের আড়ালে থাকা এই খেলাগুলিই প্রতিনিয়ত দেশের নাম উজ্জ্বল করে চলেছে বিশ্বের আঙিনায়।

অভিষেক বর্মা। —ফাইল চিত্র।

অভিষেক বর্মা। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ মে ২০১৭ ০০:০৯
Share: Save:

আইপিএল-আইএসএল বেশি গুরুত্ব পেলেও হকি, কবাডি,তীরন্দাজির মত খেলাগুলি তেমন কল্কে পায় না আমাদের দেশে। কিন্তু, প্রচারের আড়ালে থাকা এই খেলাগুলিই প্রতিনিয়ত দেশের নাম উজ্জ্বল করে চলেছে বিশ্বের আঙিনায়। শনিবার তীরন্দাজি বিশ্বকাপের স্টেজ ওয়ানের ফাইনালে কলম্বিয়াকে পরাজিত করে সোনা জিতল টিম ইন্ডিয়া। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন অভিষেক বর্মা, চিন্না রাজু শ্রীথর এবং অমনজিৎ সিংহ। ক্যামেলিও কার্ডোনা, জোসে কার্লস ওসপিনা এবং ড্যানিয়েল মুনোজদের ২২৬-২২১ ব্যবধানে পরাজিত করেন ভারতের সোনার ছেলেরা।

আরও পড়ুন

সম্মুখ সমরে ‘রো-হিট’ এবং ‘মাহি’

এ দিন ম্যাচের প্রথম থেকেই দাপটের সঙ্গে খেলতে থাকেন অমনজিৎ-রা। প্রথম সেট ৫৮-৫৭ ব্যবধানে জিতে নেয় ভারত। প্রথম সেটে কষ্টার্জিত জয় এলেও দ্বিতীয় সেট হেলায় জিতে নেয় টিম ইন্ডিয়া। কিন্তু, এর পরই ফিরে দাঁড়ান কলম্বিয়ার তীরন্দাজেরা। তৃতীয় সেটে ৫২-৫২ ড্র করেন ওসপিনা ব্রিগেড। তবে তা-ও আটকানো যায়নি অভিষেক বর্মাদের। টাইব্রেকারে ভারতীয়দের ব্যক্তিগত দক্ষতার কাছে শেষ পর্যন্ত হার মানতে হয় কলম্বিয়াকে।

ভারতের এই জয় খুশির রেশ তীরন্দাজমহলে। অন্য দিকে, এ দিন আরও একটি পদক আসতে পারত ভারতের ঘরে। কমপাউন্ড মিক্সড ডাবলস ইভেন্টে ব্রোঞ্জ মেডেলের প্লে-অফে পৌঁছলেও পদক আনতে ব্যর্থ হন অভিষেক বর্মা এবং জয়তী সুরেখা জুটি। আমেরিকার কাছে ফাইনালে ১৫৩-১৫১ ব্যবধানে পরাজিত হন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Archery India Gold Medal Archery World Cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE