Advertisement
১১ মে ২০২৪
Archery World Cup

Archery: তিরন্দাজি বিশ্বকাপে সোনা ভারতের

প্রায় সাত মাস পরে প্রত্যাবর্তন ঘটালেন বিশ্বের তিন নম্বর জ্যোতি। এ দিন তৃতীয় বাছাই ভারতীয় জুটি চারটি ১০ দিয়ে শুরু করেন।

জুটি: সোনার পদক গলায় অভিষেক ও জ্যোতি। সাই মিডিয়া

জুটি: সোনার পদক গলায় অভিষেক ও জ্যোতি। সাই মিডিয়া

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৬ জুন ২০২২ ০৮:৩৫
Share: Save:

তিরন্দাজি বিশ্বকাপে কম্পাউন্ড মিক্সড দলগত বিভাগে ভারতকে প্রথম সোনা এনে দিলেন অভিষেক বর্মা এবং জ্যোতি সুরেখা। প্যারিসে বিশ্বকাপের ‘স্টেজ থ্রি’-র ফাইনালে অভিষেকরা হারান অভিজ্ঞ ফরাসি জুটিকে। পরে ব্যক্তিগত বিভাগেও রুপো জেতেন জ্যোতি।

ফাইনালে শুরুটা দারুণ ভাবে করেছিল ভারতীয় জুটি। তাঁদের প্রতিপক্ষ ছিলেন জঁ ব্লুশ এবং অলিম্পিক্সে পদকজয়ী ৪৮ বছর বয়সি সোফি ডোডেমঁ। শেষের দিকে অবশ্য ফরাসি জুটি পাল্টা লড়াই করার চেষ্টা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত ১৫২-১৪৯ ফলে জেতে ভারতীয় জুটি। এই বিশ্বকাপে ইতিমধ্যেই রিকার্ভে মেয়েদের দলগত বিভাগে দীপিকা কুমারী, অঙ্কিতা ভক্ত এবং সিমরনজিৎ কৌর ফাইনালে উঠে আর একটি পদক নিশ্চিত করে ফেলেছেন। রবিবার তাঁরা সোনার লড়াইয়ে নামবেন।

প্রায় সাত মাস পরে প্রত্যাবর্তন ঘটালেন বিশ্বের তিন নম্বর জ্যোতি। এ দিন তৃতীয় বাছাই ভারতীয় জুটি চারটি ১০ দিয়ে শুরু করেন। যার ফলে প্রথমেই তিন পয়েন্টে এগিয়ে যান তাঁরা। দ্বিতীয় পর্বে ভারতীয়রা অবশ্য এক বারই ১০ পয়েন্ট পান। এই সুযোগে পয়েন্টের ব্যবধান এক পয়েন্ট করে ফেলেন ফরাসি জুটি। তৃতীয় পর্ব টাই হয়। ফলে খেলা গড়াই নির্ণায়ক চতুর্থ পর্বে। সেখানে অভিষেক এবং জ্যোতি মাথা ঠান্ডা রেখে দু’পয়েন্টে হারিয়ে দেন তাঁদের প্রতিপক্ষকে।

এর পরে ব্যক্তিগত বিভাগের ফাইনালে জ্যোতি ব্রিটেনের ২২ বছর বয়সি এলা গিবসনের কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরেশুট অফে হারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Archery World Cup Team India gold medal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE