বাংলাদেশের উপর আরোপিত আমদানি শুল্ক কমাতে পারে আমেরিকা। এমনই দাবি বাংলাদেশের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর। তিনি জানান, চলতি সপ্তাহের শেষ দিকে কিংবা আগামী সপ্তাহের শুরুতে শুল্ক কমানোর ঘোষণা করতে পারে ডোনাল্ড ট্রাম্প সরকার।
আরও পড়ুন:
সুইৎজ়ারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে (ডব্লিউইএফ) বাংলাদেশের অংশগ্রহণ ও আর্থিক পরিস্থিতির বিষয়ে জানাতে মঙ্গলবার ঢাকার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেখানে সিদ্দিকী এ কথা জানান। তিনি বলেন, “ওয়াশিংটন বাংলাদেশের উপর আরোপিত শুল্ক কমানোর বিষয়ে আন্তরিক এবং শীঘ্রই এ সংক্রান্ত ঘোষণা করতে পারে। তবে ২০ শতাংশ শুল্ক থেকে ঠিক কতটা কমানো হবে, তা এখনও স্পষ্ট নয়।” দাভোসে সম্মেলনের ফাঁকে আমেরিকার রাজস্বসচিব স্কট বেসেন্টের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে বলেও দাবি তাঁর। সিদ্দিকী বলেন, “আমেরিকার শুল্কনীতির অনেক বিষয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে প্রায় ৬০০ কোটি ডলারের বাণিজ্য ঘাটতি ছিল, তা অনেকটা কমে এসেছে। এ সব বিষয় বিবেচনা করে আমেরিকা বাংলাদেশের উপর থেকে বাণিজ্য বাধা কমাতে আন্তরিকতা দেখাচ্ছে।”