আরও একটা বিরাট কোহালি ‘স্পেশাল’। আরও একটা সিরিজ জয় ভারতের। ভারত অধিনায়কের ৪৩তম ওয়ান ডে সেঞ্চুরির সৌজন্যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ছয় উইকেটে জিতে নিল ভারত। একই সঙ্গে ওয়ান ডে সিরিজ জিতল ২-০ ফলে। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। এর আগে টি-টোয়েন্টি সিরিজও জিতেছিল ভারত।
কোহালির (৯৯ বলে অপরাজিত ১১৪) সঙ্গে আবারও ম্যাচ জেতানোর পিছনে বড় ভূমিকা নিলেন শ্রেয়স আইয়ার (৪১ বলে ৬৫)। যার পরে এই তরুণ ব্যাটসম্যানকে বড় সার্টিফিকেট দিয়ে গেলেন স্বয়ং ভারত অধিনায়ক। কোহালি বলে দিলেন, শ্রেয়সকে দেখে তাঁর নিজের কথা মনে পড়ে যাচ্ছে। ‘‘আমি যখন ভারতীয় দলে প্রথম সুযোগ পাই, তখন ঠিক শ্রেয়সের মতোই ছিলাম। একটা সুযোগ পেলেই চাইতাম দেশকে জিতিয়ে ফিরতে। চাইতাম, পরিস্থিতি অনুযায়ী খেলতে, প্রয়োজনে ঝুঁকি নিতে। চাপের মুখে খুব সাহসী ইনিংস খেলেছে শ্রেয়স,’’ বলেছেন ভারত অধিনায়ক।
প্রথম ওয়ান ডে বৃষ্টির জন্য ভেস্তে যায়। দ্বিতীয় ওয়ান ডে-তে শ্রেয়সের ব্যাট থেকে পাওয়া গিয়েছিল ৬৮ বলে ৭১। বুধবার পোর্ট অব স্পেনে বৃষ্টির কারণে ম্যাচ কমে গিয়ে ৩৫ ওভারের দাঁড়ায়। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ তোলে সাত উইকেটে ২৪০। ৪১ বলে ৭২ করেন ক্রিস গেল। এর পরে ব্যাট করতে নেমে ৯২ রানের মধ্যে তিন উইকেট হারায় ভারত। দুই ওপেনার রোহিত শর্মা (১০) এবং শিখর ধওয়ন (৩৬) ফিরে যাওয়ার পরে প্রথম বলে আউট হয়ে যান ঋষভ পন্থ। যার পরে ম্যাচ ধরে নেন কোহালি এবং শ্রেয়স।