Advertisement
২৮ সেপ্টেম্বর ২০২৩
PV Sindhu

মালয়েশিয়া মাস্টার্সের প্রি-কোয়ার্টার ফাইনালে ভারতের সিন্ধু, শ্রীকান্ত

ডেনমার্কের ক্রিস্টোফারসেনকে হারাতে সিন্ধু নেন এক ঘণ্টা দু’মিনিট। বুধবার মালয়েশিয়া মাস্টার্সের ষষ্ঠ বাছাই সিন্ধু দাপট দেখান বিশ্বের ৩৩ নম্বরের উপর।

PV Sindhu

সিন্ধু হারিয়ে দেন ডেনমার্কের লাইন ক্রিস্টোফারসেনকে। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ মে ২০২৩ ১৮:৩২
Share: Save:

মালয়েশিয়া মাস্টার্স খেলতে নেমেছেন পিভি সিন্ধুরা। প্রথম পর্বে জয় তুলে নিয়েছেন অলিম্পিক্স পদকজয়ী সিন্ধু। দ্বিতীয় পর্বে পৌঁছে গিয়েছেন কিদম্বী শ্রীকান্তও। সিন্ধু হারিয়ে দেন ডেনমার্কের লাইন ক্রিস্টোফারসেনকে। ২১-১৩, ১৭-২১, ২১-১৮ গেমে জেতেন সিন্ধু। শ্রীকান্ত হারিয়ে দেন টোমা জুনিয়র পোপভকে।

ডেনমার্কের ক্রিস্টোফারসেনকে হারাতে সিন্ধু নেন এক ঘণ্টা দু’মিনিট। বুধবার মালয়েশিয়া মাস্টার্সের ষষ্ঠ বাছাই সিন্ধু দাপট দেখান বিশ্বের ৩৩ নম্বরের উপর। এর আগে সিন্ধু তাঁকে চার বার হারিয়েছিলেন। বিশ্ব ক্রমতালিকায় সিন্ধু ১৩ নম্বরে। তাঁকে প্রি-কোয়ার্টার ফাইনালে খেলতে হবে জাপানের আয়া ওহরির বিরুদ্ধে। সিন্ধু জিতলেও মেয়েদের সিঙ্গলসে ভারতের অস্মিতা চালিহা এবং আকর্ষী কাশ্যপ হেরে যান। তাঁরা নিজেদের প্রথম ম্যাচে স্ট্রেট সেটে হেরে যান। অস্মিতা হারেন চিনের ইউ হানের বিরুদ্ধে (১৭-২১, ৭-২১)। আকর্ষী হেরে যান জাপানের আকানে ইয়ামাগুচির কাছে (১৭-২১, ১২-২১)।

ছেলেদের সিঙ্গলসে জেতেন শ্রীকান্ত। তিনি ২১-১২, ২১-১৬ গেমে জেতেন। দ্বিতীয় পর্বে পৌঁছে গিয়েছেন শ্রীকান্ত। তাঁর পরের ম্যাচ তাইল্যান্ডের কুনলাভুত ভিতিসার্নের বিরুদ্ধে। এইচএস প্রণয় খেলবেন তিয়েন চেন চোউয়ের বিরুদ্ধে। লক্ষ সেন খেলবেন কিন ইউ লোয়ের বিরুদ্ধে। মালবিকা বাঁসোড় খেলবেন জি ই ওয়াংয়ের বিরুদ্ধে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE