Advertisement
E-Paper

মেয়ের নাম ও ছবি শেয়ার করলেন রোহিত শর্মা, মুহূর্তে ভাইরাল পোস্ট

মেয়ের ছবি শেয়ার করলেন ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা। জানালেন খুদের নামও।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৯ ১৫:২০
রোহিত শর্মা ও রীতিকা সাজদে। ছবি ইনস্টাগ্রামের সৌজন্যে।

রোহিত শর্মা ও রীতিকা সাজদে। ছবি ইনস্টাগ্রামের সৌজন্যে।

মেয়ের ছবি শেয়ার করলেন ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা। জানালেন খুদের নামও।

সম্প্রতি বাবা হয়েছেন রোহিত শর্মা। স্ত্রী রীতিকা সাজদে মেয়ের জন্ম দেওয়ায় অস্ট্রেলিয়া সিরিজের মাঝপথেই মুম্বই ফিরে এসেছিলেন তিনি। বৃহস্পতিবার টুইটারে প্রথমবারের জন্য তাঁর মেয়ের একটা ঝলক পোস্ট করেছিলেন রোহিত। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়েছিল। এ বার মেয়ের ছবি ও নাম প্রকাশ্যে এনেছেন হিটম্যান। তা পোস্ট হতেই অনুরাগীদের ভিড় উপচে পড়ল রোহিতের প্রোফাইলে।

স্ত্রী রীতিকা ও মেয়ের একটি ছবি পোস্ট করেছেন রোহিত। ঘরের সেই ছবিতে খুশির ছোঁয়া অত্যন্ত স্পষ্ট।

আরও পড়ুন: প্রথম ছবি ফ্লপ, এ বার বোল্ড চরিত্রে ফিরতে চান বলিউডের নয়া সেনসেশন​

স্ত্রী রীতিকা একটি গোলাপি আনারকলি পরেছিলেন এই ফটোশুটের সময়। তার কোলে খুদে। খুব সম্ভবত নীল জামা পরা বা নীল তোয়ালে মোড়া। স্ত্রীকে আগলে রেখেছেন রোহিত। তাকিয়ে রয়েছেন খুদের দিকে।

আরও পড়ুন: সিডনিতে ইতিহাস, কুলদীপ-ভেল্কিতে ৩০ বছর পর দেশের মাটিতে ফলো অন অজিদের​

এই ‘অ্যাডরেবল’ ছবিটি পোস্ট করে মেয়ের নামও শেয়ার করেছেন রোহিত। লিখেছেন, বেবি সামাইরা।

Baby Samaira ❤️

A post shared by Rohit Sharma (@rohitsharma45) on

৩০ ডিসেম্বর বাবা হয়েছেন রোহিত। এ জন্য সিডনিতে অনুষ্ঠিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্টে খেলতে পারেননি তিনি। রোহিতের বাবা হওয়ার খবর জানা গেলেও সদ্যোজাতের ছবি সামনে আসেনি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্টে খেলতে না পারলেও ১২ জানুয়ারি থেকে শুরু এক দিনের সিরিজে খেলতে দেখা যাবে রোহিতকে। বিসিসিআই-এর তরফে জানানো হয়েছে, আগামী ৮ জানুয়ারি অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

‪Well hello world! Let’s all have a great 2019 😉‬

A post shared by Rohit Sharma (@rohitsharma45) on

২০১৫ সালের ডিসেম্বর মাসে সাত পাকে বাঁধা পড়েন রোহিত ও রীতিকা।

(খেলার দুনিয়া নিয়ে বাংলায় খবর পড়তে চোখ রাখুন আমাদের খেলাবিভাগে।)

Cricket Cricketer Rohit Sharma Ritika Sajdeh Star Kid Viral Social Media Instagram Celebrity
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy