লকডাউনের জেরে বন্ধ সব কিছু। খেলার দুনিয়াতেও পড়েছে তালা। এই পরিস্থিতিতে সমস্ত ক্রীড়াবিদই সময় কাটাচ্ছেন ঘরে। ব্যতিক্রম নন শিখর ধওয়নও। জাতীয় দলের বাঁ-হাতি ওপেনারকে দেখা গেল ছেলের সঙ্গে নাচতে।
ইনস্টাগ্রামে এক ভিডিয়ো পোস্ট করেছেন ধওয়ন। যাতে দেখা গিয়েছে ছেলে জোরাবরের সঙ্গে বলিউডের জনপ্রিয় গান ‘ড্যাডি কুল’-এর সঙ্গে তিনি নাচছেন। সেই ভিডিয়োর সঙ্গে ধওয়ন লিখেছেন, “জীবনে কত মজা। সত্যি বলতে বাবা আর ছেলে, দু’জনেই কুল!” সোশ্যাল মিডিয়ায় ধওয়নের এই ভিডিয়ো রীতিমতো সাড়া ফেলেছে। নানা মজার কমেন্ট করেছেন নেটাগরিকরা।
আরও পড়ুন: ধোনিকে এ বার সেরা ফিনিশার বললেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়কও
আরও পড়ুন: কেরিয়ারে একটাও টি২০ না খেলা ক্রিকেটারদের এই একাদশ হারিয়ে দিতে পারে যে কোনও দলকেই
বাড়িতে ছেলের সঙ্গে নাচা ছাড়া এই মুহূর্তে নিজেকে ফিট রাখতে বিশেষ কিছু করার নেই ধওয়নের। লকডাউন ৩ মে পর্যন্ত বেড়ে যাওয়ার পর আইপিএল পিছিয়ে গিয়েছে অনির্দিষ্টকালের জন্য। ক্রীড়াবিদরা বলছেন, এখন খেলা নয়, করোনার বিরুদ্ধে লড়াইয়ে জেতাই বড় চ্যালেঞ্জ। শিখর তাই এই আবহে ঘরে ছেলের সঙ্গে সময় কাটানোতেই মন দিয়েছেন।